ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘কেজিএফ’ অভিনেতা মারা গেছেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ৬ নভেম্বর ২০২৫   আপডেট: ১৭:৪৯, ৬ নভেম্বর ২০২৫
‘কেজিএফ’ অভিনেতা মারা গেছেন

‘কেজিএফ’ সিনেমা খ্যাত কন্নড় অভিনেতা হরিশ রায় মারা গেছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। তার বয়স হয়েছিল ৫৫ বছর। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।  

এ প্রতিবেদনে জানানো হয়েছে, এক বছরের বেশি সময় ধরে থাইরয়েড ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন হরিশ রায়। তার ক্যানসারের স্টেজ ছিল—৪। পাকস্থলীসহ শরীরের বিভিন্ন অঙ্গে ক্যানসার ছড়িয়ে পড়েছিল। বেঙ্গালুরুর কিদওয়াই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

আরো পড়ুন:

হরিশ রায় তার শারীরিক অবস্থা ও চিকিৎসা ব্যয় নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, প্রতিটি সার্কেলে তিনটি ইনজেকশন প্রয়োজন ছিল তার। যেখানে একটি ইনজেকশনের দাম ৩ লাখ ৫৫ হাজার রুপি। এক সার্কেলের মোট খরচ দাঁড়াত ১০ লাখ ৫০ হাজার রুপি। অনেক ক্ষেত্রে রোগীদের ১৭-২০টি ইনজেকশনের প্রয়োজন হতো, যার ফলে চিকিৎসার আনুমানিক খরচ প্রায় ৭০ লাখ রুপিতে পৌঁছেছিল। সেই ব্যয় বহন করতে গিয়ে তার পরিবার হিমশিম খাচ্ছিল। 

অভিনয় ক্যারিয়ারে কন্নড়, তামিল ও তেলেগু চলচ্চিত্রে অভিনয় করেছেন হরিশ। ক্যারিয়ারজুড়ে অনেক জনপ্রিয় চরিত্র রূপায়ন করেছেন। তবে ‘কেজিএফ’ সিনেমায় কাশিম চাচা চরিত্রে অভিনয় করে আলাদাভাবে পরিচিতি লাভ করেন এই অভিনেতা।  

হরিশ রায় অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে—‘সামারা’, ‘বেঙ্গালুরু আন্ডারওয়ার্ল্ড’, ‘ওম’, ‘রাজ বাহাদুর’, ‘সঞ্জু ওয়েডস গীতা’, ‘স্বয়ংবর’, ‘নল্লা’ প্রভৃতি।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়