নতুন পরিচয়ে জিতের স্ত্রী
স্ত্রীর সঙ্গে জিৎ
ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক জিৎ। ব্যক্তিগত জীবনে মোহনা মাদনানির সঙ্গে ঘর বেঁধেছেন। জিতের স্ত্রী শোবিজ অঙ্গনের কেউ নন; পেশায় একজন শিক্ষিকা। বিয়ের ১৪ বছর পর শোবিজ অঙ্গনে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলেন মোহনা।
ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, বাইরের কেউই জানতেন না, এতদিন ধরে লুকিয়ে ছিল মোহনাভর্তি এক সুরের ভুবন। জিতের স্ত্রী অপূর্ব কণ্ঠের অধিকারিণী, তা প্রকাশ পেল হঠাৎই। নিজের প্রথম রেকর্ডিংয়ে বেছে নিয়েছেন ভক্তির পথ। রেকর্ড করলেন ভক্তিগীতি ‘ওম জয় জগদীশ হরে’।
মোহনা বলেন, “সংগীত সবসময়ই আমার হৃদয়ের খুব কাছাকাছি ছিল। এই সুযোগটা আমার কাছে কোনো পরিকল্পিত সিদ্ধান্ত নয়, বরং যেন এক ঐশ্বরিক ডাক। ‘ওম জয় জগদীশ হরে’ ছোট থেকেই গাই। এবার নিজের কণ্ঠে রেকর্ড করা; এ এক অদ্ভুত প্রশান্তির অভিজ্ঞতা।”
শ্রোতাদের প্রতি আহ্বান জানিয়ে মোহনা বলেন, “শ্রীবিষ্ণুর আরতি দিয়ে আমার প্রথম গান শুরু। ব্যক্তিগত আর আধ্যাত্মিক দু’দিক থেকেই এক বিরল সৌভাগ্য। শ্রোতারা যদি আমার পাওয়া শান্তি আর ইতিবাচকতা অনুভব করতে পারেন, তবেই আমি সার্থক।”
জিতের স্ত্রীর গাওয়া গানটি আপাতত মুক্তি পেয়েছে গ্রাসরুট জ্যোতির সব অফিসিয়াল প্ল্যাটফর্মে। এটি জিতের নিজস্ব প্রযোজনা সংস্থা। আর গানটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়া প্রশংসায় ভাসছেন। জিতের ফ্যানরা মুগ্ধ মোহনাকে শুনে, অনেকে দাবি তুলেছেন—জিতের পরের সিনেমায় যেন তার স্ত্রীর গানও জায়গা পায়।
২০১১ সালের ফেব্রুয়ারিতে স্কুল শিক্ষিকা মোহনাকে বিয়ে করেন জিৎ। ২০১২ সালের ১২ ডিসেম্বর জিৎ-মোহনার ঘর আলো করে জন্ম নেয় একটি কন্যাসন্তান। দীর্ঘ ১১ বছর পর অর্থাৎ ২০২৩ সালের ১৬ অক্টোবর জিতের স্ত্রী মোহনা মাদনানি পুত্রসন্তানের জন্ম দেন।
ঢাকা/শান্ত