ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাঁইত্রিশে গায়কের মৃত্যু, মেয়েকে নিয়ে শেষ পোস্ট ভাইরাল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ২৩ নভেম্বর ২০২৫   আপডেট: ১২:২৯, ২৩ নভেম্বর ২০২৫
সাঁইত্রিশে গায়কের মৃত্যু, মেয়েকে নিয়ে শেষ পোস্ট ভাইরাল

কন্যার সঙ্গে হারমান সিধু

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ভারতের পাঞ্জাবি গায়ক হারমান সিধু। শনিবার (২২ নভেম্বর) পাঞ্জাবের মানসা জেলায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। গায়কের বয়স হয়েছিল ৩৭ বছর। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে। 

এ প্রতিবেদনে জানানো হয়েছে, নিজ গ্রামে ফেরার সময় মানসা–পাটিয়ালা সড়কে স্থানীয় একটি বাড়ির সামনে গায়কের গাড়িটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষে গাড়িটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই গায়কের মৃত্যু হয়। 

আরো পড়ুন:

গায়ক মৃত্যুকালে স্ত্রী ও ছোট একটি মেয়ে রেখে গেছেন। দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে হারমান সিধুর একটি পোস্ট। এ ভিডিওতে গায়ককে তার কন্যার সঙ্গে দেখা যায়। ভিডিও দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন তার অনুরাগীরা।  

এ ভিডিওতে দেখা যায়, এক হাঁটু গেড়ে বসে মেয়েকে একটি ফুল দিচ্ছেন সিধু। ছোট্ট মেয়েটি বেগুনি রঙের পোশাক পরে ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিচ্ছিল। মুহূর্তগুলো এখন অনেকের চোখে জল এনে দিচ্ছে।

পাঞ্জাবি সংগীতাঙ্গনে হারমান সিধু সবচেয়ে বেশি পরিচিত ছিলেন ‘পেপার ইয়া পেয়ার’ গানের জন্য। এ গানে তার সঙ্গে ছিলেন জনপ্রিয় গায়িকা পূজা। গানটি এখনো শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়। তা ছাড়া হারমান সিধুর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে—‘কোই চক্কর নাই’, ‘বেবে বাপু’, ‘বাব্বর শের’, ‘মুলতান ভার্সেস রাশিয়া’ ইত্যাদি।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়