নিকোল কিডম্যানের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত, যেসব শর্ত থাকছে…
নিকোল কিডম্যান ও অস্ট্রেলিয়ান গায়ক কেইথ আরবান
ভালোবেসে ঘর বেঁধেছিলেন হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান ও অস্ট্রেলিয়ান গায়ক কেইথ আরবান। কিন্তু এ জুটির ভালোবাসার ছন্দে ছেদ পড়েছে। ভেঙে গেছে তাদের ১৯ বছরের সংসার। এ খবর গত বছরের সেপ্টেম্বরে জানা যায়। এবার আইনিভাবে চূড়ান্ত হলো বিবাহবিচ্ছেদ। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পেজ সিক্স এ খবর প্রকাশ করেছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) আদালতে বিচ্ছেদের নথিপত্র দাখিল করা। এসব নথি সংগ্রহ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পেজ সিক্স। তাতে দেখা যায়—এই প্রাক্তন দম্পতি খোরপোশ (সন্তানদের ভরণপোষণ ও দাম্পত্য ভরণপোষণের সব অধিকার) পরিত্যাগ করতে সম্মত হয়েছেন।
নিকোল-আরবানের দুটি কন্যাসন্তান রয়েছে। চুক্তি অনুযায়ী, তাদের কন্যা সানডে রোজ (১৭) এবং ফেইথ মার্গারেট (১৫) বছরের ৩০৬ দিন ‘বেবিগার্ল’খ্যাত অভিনেত্রী নিকোল কিডম্যানের সঙ্গে থাকবে। অন্যদিকে, আরবান প্রতি দুই সপ্তাহ পরপর সন্তানদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। ৫৮ বছর বয়সি কিডম্যান ও আরবান আরো সম্মত হয়েছেন, তাদের কেউই সন্তানদের ভরণপোষণের জন্য পরস্পরকে সাপোর্ট দেবেন না। কারণ দুজনেরই মাসিক আয় ১ লাখ মার্কিন ডলারের বেশি।
দুই কন্যার সঙ্গে আরবান-নিকোল
তারা এটাও চুড়ান্ত করেছেন, সব সম্পত্তি যেমন: বিনিয়োগ, ব্যাংক হিসাব, আসবাবপত্র, যন্ত্রপাতি, গাড়ি ও ব্যক্তিগত জিনিসপত্র পারস্পরিক সমঝোতার মাধ্যমে ভাগ করে নেবেন। বর্তমানে যার দখলে যা আছে, সেটিই সে রাখবে। এছাড়া, সব ধরনের খোরপোশ ও দাম্পত্য ভরণপোষণের দাবি প্রত্যাহার করা হয়েছে। নিজেদের আইনজীবীর খরচ ও অন্যান্য ব্যয় নিজেরাই বহন করবেন।
নিকোল-আরবানের মধ্যে বিবাহ-পূর্ব কোনো চুক্তি ছিল কি না, তা এখনো স্পষ্ট নয়। যদিও মঙ্গলবার (৬ জানুয়ারি) শুনানির তারিখ নির্ধারিত ছিল। কিন্তু নিকোল কিডম্যান আদালতে হাজির হতে অপারগতা প্রকাশ করেন। কারণ মেয়েদের নিয়ে ছুটি কাটিয়ে আগের দিন অস্ট্রেলিয়া থেকে ফিরেন।
গত বছর বিচ্ছেদের বিষয়ে একটি সূত্র পেজ সিক্স-কে বলেছিলেন, “নিকোল কিডম্যান এই বিচ্ছেদ চাননি। বরং সবকিছু ঠিক রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু কখনো কখনো সম্পর্কগুলো তার নিজস্ব গতিতে চলে।”
যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম টিএমজেড-কে একাধিক সূত্র বলেছিন, “গ্রীষ্মের শুরু থেকেই আলাদা থাকছেন নিকোল কিডম্যান ও কেইথ আরবান।”
২০০৬ সালের ২৫ জুন নিকোল ও কেইথ বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০০৮ সালে প্রথম সন্তানের মা হন কিডম্যান, ২০১০ সালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। তাছাড়া নিকোল দত্তক নিয়েছেন দুই সন্তান। তারা হলেন—ইসাবেলা ও কনর।
১৯৬৭ সালের ২০ জুন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের হনলুলুতে জন্ম নেন নিকোল কিডম্যান। তবে তার মূল শিকড় অস্ট্রেলিয়ায়। সিডনিতে বেড়ে ওঠা কিডম্যান অল্প বয়সেই অভিনয়ের জগতে পা রাখেন এবং ধীরে ধীরে বিশ্বমঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
নিকোল কিডম্যান ও অস্ট্রেলিয়ান গায়ক কেইথ আরবান
নিকোল প্রথম জনপ্রিয়তা লাভ করেন অস্ট্রেলিয়ার থ্রিলার ‘ডেড কাম’ সিরিজের মাধ্যমে। তখনই তার অভিনয়ে মুগ্ধ হন টম ক্রুজ। পরে এই অভিনেতা তার ‘ডেজ অব থান্ডার’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন কিডম্যানকে। এটি ছিল কিডম্যানের প্রথম সিনেমা। এই সিনেমার শুটিং সেটেই কিডম্যান ও ক্রুজের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১৯৯০ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০০১ সালে তাদের এই সংসার ভেঙে যায়। প্রথম সংসার ভাঙার ৫ বছর পর কেইথ আরবানকে বিয়ে করেন কিডম্যান। অবশেষে দ্বিতীয় সংসারও ভেঙে গেল।
ঢাকা/শান্ত