ঢাকা     বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফিরছেন অপূর্ব-বিন্দু জুটি!

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৮:০৮, ৭ জানুয়ারি ২০২৬
ফিরছেন অপূর্ব-বিন্দু জুটি!

আফসানা আরা বিন্দু ও জিয়াউল ফারুক অপূর্ব

জিয়াউল ফারুক অপূর্ব ও আফসানা আরা বিন্দু জুটি একসময় টিভি নাটকের দর্শকদের ভীষণভাবে মুগ্ধ করেছেন। তবে এ জুটিকে বহুদিন ধরে পর্দায় একসঙ্গে দেখা যায় না। অবশেষে বিরতি ভেঙে ফিরছেন অপূর্ব-বিন্দু। তবে কোনো নাটকে নয়, তাদের দেখা যাবে নতুন একটি ওয়েব সিরিজে।

সিরিজটির নাম রাখা হয়েছে ‘হেডলাইন’। ‘তাকদীর’ ও ‘কারাগার’খ্যাত পরিচালক সৈয়দ আহমেদ শাওকী সিরিজটির চিত্রনাট্য রচনা করছেন। পরিচালনা করবেন সালেহ সোবহান অনীম। খোঁজ নিয়ে জানা যায়, এই সিরিজে অপূর্ব ও বিন্দুর পাশাপাশি অভিনয় করবেন ইয়াশ রোহানও। এটি নির্মিত হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর জন্য।  

আরো পড়ুন:

একটি সূত্র জানায়, চলতি মাসেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা রয়েছে অপূর্বর। দেশে ফিরেই শুটিংয়ে অংশ নেবেন। সিরিজটিতে তাকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। রাজনৈতিক থ্রিলার ঘরানার এই গল্পে বিন্দুকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে পাবেন দর্শকরা। ইতোমধ্যে চরিত্রটির জন্য প্রস্তুতি শুরু করেছেন আলোচিত এই অভিনেত্রী।  

ওটিটি প্ল্যাটফর্মের আলোচিত বহু কাজের সঙ্গে এডিটর হিসেবে যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে সালেহ সোবহান অনীমের। ‘হেডলাইন’ প্রসঙ্গে এখনই বিস্তারিত তথ্য জানাতে চান না। অনীম বলেন, “কাজটি নিয়ে অনেকের সঙ্গে আলাপ হয়েছে। কাজের আগে তো আলাপ হয়ই! এখনো চূড়ান্ত কিছু নয়।”  

চিত্রনাট্যের অগ্রগতি জানিয়ে পরিচালক অনীম বলেন, “চিত্রনাট্যের কাজ চলছে। আরো মাসখানেক সময় লাগবে। সবকিছু ঠিকঠাক হলে সিগন্যাল পেলেই শুটিংয়ে নামব।” 

দীর্ঘদিন পর অপূর্ব ও বিন্দু জুটি হয়ে ফেরার খবরে শোবিজ অঙ্গনে ইতোমধ্যেই বেশ আলোচনার জন্ম দিয়েছে।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়