ঢাকা     সোমবার   ১২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘রঙবাজার’ সিনেমার ট্রেইলারে রহস্য, পতিতাপল্লীর জীবন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২২, ১১ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৮:২৩, ১১ জানুয়ারি ২০২৬
‘রঙবাজার’ সিনেমার ট্রেইলারে রহস্য, পতিতাপল্লীর জীবন

রাশিদ পলাশের নতুন চলচ্চিত্র ‘রঙবাজার’ এর ট্রেইলার প্রকাশিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় সিনেমাটির প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজির সোশ্যাল হ্যান্ডেলে ট্রেইলারটি মুক্তি পেয়েছে।  

নির্মাতা জানান, সিনেমাটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় ট্রেইলার প্রকাশ করা হলো। খুব শিগগির সিনেমাটি মুক্তি দেওয়া হবে। 

আরো পড়ুন:

একটি যৌনপল্লী উচ্ছেদের ঘটনা নিয়ে গড়ে উঠেছে ‘রঙবাজার’ সিনেমার গল্প। দৌলতদিয়া যৌনপল্পীতে সিনেমাটির বেশির ভাগ অংশের দৃশ্যধারণ হয়েছে। ট্রেইলারে শুরুতে ধরা দিয়েছে—রহস্য, পতিতাপল্লীর জীবন, রাজনীতির বাস্তব চিত্র ধরা দিয়েছে।    

সিনেমাটিতে একজন নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল। যৌনকর্মীর চরিত্রে রয়েছেন—শম্পা রেজা, নাজনীন চুমকি, তানজিকা আমিন ও মাদক কারবারির চরিত্রে মৌসুমী হামিদ অভিনয় করেছেন। রাজনৈতিক নেতার চরিত্র রূপায়ন করেছেন লুৎফর রহমান জর্জ ও বড়দা মিঠু।

তামজিদ অতুলের গল্প–ভাবনায় সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। সিনেমাটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়