ঢাকা     সোমবার   ১২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ থেকে কত টাকা আয় করলেন কপিল?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৬, ১২ জানুয়ারি ২০২৬   আপডেট: ০৮:৩৪, ১২ জানুয়ারি ২০২৬
‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ থেকে কত টাকা আয় করলেন কপিল?

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ এর দৃশ্য

ভারতীয় কমেডিয়ান কপিল শর্মা। ২০০৭ সালে স্ট্যান্ড-আপ কমেডি রিয়েলিটি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ সিজন ৩’ জিতে খ্যাতি অর্জন করেন তিনি। তার সঞ্চালিত অন্যতম জনপ্রিয় টিভি শো ‘দ্য কপিল শর্মা শো’। বলিউড তারকাদের সিনেমা প্রচারের অন্যতম পছন্দের অনুষ্ঠান এটি। সঞ্চালনা ছাড়াও অভিনয় করেছেন বড় পর্দায়ও।

২০২৩ সালের মাঝামাঝি সময়ে বন্ধ হয়ে যায় ‘দ্য কপিল শর্মা শো’। এরপর ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ নিয়ে আসেন তিনি। ২০২৪ সালের ৩০ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে এ শোয়ের প্রথম পর্ব প্রচার হয়। খুব অল্প সময়ের মধ্যে এ শো-ও জমিয়ে ফেলেন কপিল। এখন এ শোয়ের চতুর্থ সিজন চলছে। এ শো থেকে কত টাকা আয় করলেন এই অভিনেতা?

সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর প্রতি এপিসোডের জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন কপিল শর্মা। প্রথম সিজনে ১৩টি পর্বের জন্য পারিশ্রমিক নিয়েছেন ৬৫ কোটি রুপি। দ্বিতীয় সিজনে ১৩টি পর্বের জন্য পারিশ্রমিক নিয়েছেন ৬৫ কোটি রুপি। তৃতীয় সিজনে ১৪টি পর্বের জন্য পারিশ্রমিক নিয়েছেন ৭০ কোটি রুপি। এরই মধ্যে তিনটি সিজন শেষ করেছেন; যা থেকে তার মোট আয় হয়েছে ২০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৭০ কোটি ৭০ লাখ টাকা)।

এখন পর্যন্ত চতুর্থ সিজনের চারটি পর্ব সম্প্রচারিত হয়েছে। সর্বশেষ পর্বে অতিথি হিসেবে ছিলেন ভোজপুরি তারকা—মনোজ তিওয়ারি, পবন সিং ও দীনেশ লাল যাদব। হিসাব অনুযায়ী, চার পর্বের জন্য কপিল শর্মার পারিশ্রমিক দাঁড়িয়েছে ২০ কোটি রুপি। এখন পর্যন্ত এ শো থেকে কপিল শর্মার মোট আয় দাঁড়িয়েছে ২২০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৯৭ কোটি ৭৭ লাখ টাকা)। এখন দেখার বিষয়, চতুর্থ সিজনে মোট ১৩টি না কি ১৪টি, না কি তারও বেশি পর্ব থাকবে।

খ্যাতির পাশাপাশি ব্যক্তিগত জীবনে অনেক অর্থের মালিক কপিল শর্মা। জানা যায়, বর্তমানে তার সম্পত্তির পরিমাণ ৩০০ কোটি রুপি। মুম্বাইয়ে তার যেমন বিলাসবহুল বাড়ি রয়েছে, তেমনি নিজের হোমটাউনেও বিলাসবহুল খামারবাড়ি (ফার্মহাউজ) তৈরি করেছেন কপিল।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়