ঢাকা     সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাগদান সারলেন মধুমিতা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৮, ১৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ১১:৩৬, ১৯ জানুয়ারি ২০২৬
বাগদান সারলেন মধুমিতা

মধুমিতা সরকারকে আংটি পরিয়ে দিচ্ছেন হবু বর দেবমাল্য চক্রবর্তী

প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। গতকাল জাকজমকপূর্ণ আয়োজনে আংটি বদল করেন মধুমিতা ও দেবমাল্য চক্রবর্তী। খবর হিন্দুস্তান টাইমসের।

বাগদান অনুষ্ঠানের বেশ কিছু নজরকাড়া মুহূর্ত নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মধুমিতা সরকার। এসব ছবির ক্যাপশনে তিনি লেখেন—“আমার।” এরপর থেকে নেটিজেনদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই অভিনেত্রী।  

আরো পড়ুন:

প্রথম সংসার ভাঙার পর দীর্ঘদিন একা ছিলেন মধুমিতা সরকার। ২০২৪ সালের শেষের দিকে নতুন প্রেমের খবর জানান। তারপর থেকে রাখঢাকের তোয়াক্কা নেই। বরং প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর হাত ধরে ঘুরে বেড়ান পাহাড়-জঙ্গল। সবকিছু ঠিক থাকলে ২৩ জানুয়ারি প্রেমিকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন এই অভিনেত্রী।   

বিয়ের মাত্র কয়েক দিন বাকি। বাড়িতে বিয়ের সাজ সাজ রব। তোড়জোড় চলছে বিয়ের আয়োজন নিয়ে। কয়েক দিন আগে মধুমিতা জানান, বিয়ের জন্য তর সইছে না তার।  

হবু বরের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন মধুমিতা


বিয়ের ব্যস্ততা নিয়ে মধুমিতা সরকার বলেন, “বাড়িতে এখন তোড়জোড় চলছে। আসলে আমাদের বাড়িতে অনেক বছর কোনো অনুষ্ঠান হয় না। তাই পুরোহিত ঠিক করা থেকে শুরু করে তত্ত্ব সাজানো, শুটিংয়ের ফাঁকে ফাঁকে সব করতে হচ্ছে। রাতে বাড়ি ফেরা থেকে পরেরদিন শুটিংয়ে যাওয়া পর্যন্ত কাজ চলছে।”  

জমিয়ে নানা পদের খাবার খাচ্ছেন মধুমিতা সরকার। এ তথ্য উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, “আইবুড়োভাত খাওয়াটা জমিয়ে চলছে। যদিও এখনো অনেকটাই বাকি। এটা একটা বড় স্ট্রাগল। সকলেই তো ভালোবেসে আয়োজন করে। আমি বুঝতে পারছি না আসলে কী করব। কোনটা খাব আর কোনটা ছাড়ব। কিন্তু অ্যাটেন্ড করলেও আমি খাচ্ছি কম।”  

দেবমাল্য ও মধুমিতার হাতে শোভা পাচ্ছে বাগদানের আংটি


বিয়ের জন্য মুখিয়ে আছেন মধুমিতা সরকার। তার ভাষায়—“ওই মুহূর্তটার জন্য আমি মুখিয়ে আছি। খালি দিন গুনছি। মনে হচ্ছে, এই তো আর কয়েকদিন। তার পরেই নতুন করে জীবন কাটবে।”  

এর আগে ভারতীয় একটি গণমাধ্যম জানায়, বারুইপুর রাজবাড়িতেই হবে বিয়ের এলাহি আয়োজন। সাবেকি সাজই প্রথম পছন্দ মধুমিতা ও দেবমাল্যর। সেভাবেই সাজবেন দুজনে। রিসেপশন হবে ২৫ জানুয়ারি। এ অনুষ্ঠান হবে অবশ্য শোভাবাজার রাজবাড়িতে। বিনোদুনিয়ার অনেককেই যে মধুমিতা-দেবমাল্যর বিয়েতে উপস্থিত থাকতে পারেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে বিষয়টি নিয়ে মধুমিতার কোনো মন্তব্য পাওয়া যায়নি।   

অষ্টাদশী হওয়ার পরই মধুমিতা ভালোবেসে ঘর বাঁধেন অভিনেতা সৌরভের সঙ্গে। কিন্তু এ সংসার বেশি দিন টিকেনি। ২০১৯ সালে সৌরভের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে তার।   

হবু বরের সঙ্গে মধুমিতা সরকার


ভারতীয় টেলিভিশন স্টার জলসায় প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন মধুমিতা সরকার। বাংলাদেশেও তার ভক্ত সংখ্যা কম নয়!  

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়