ঢাকা     মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিরহী হৃদয়ের শ্রোতাদের জন্য ‘চাঁদ বদনে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৫, ২৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৪৬, ২৭ জানুয়ারি ২০২৬
বিরহী হৃদয়ের শ্রোতাদের জন্য ‘চাঁদ বদনে’

‘চাঁদ বদনে’ মূলত একটি বিষণ্ন বা ‘স্যাড ভাইব’-এর গান। এর কথা ও সুরের মধ্যে যে হাহাকার আছে, তা বিরহী হৃদয়ের শ্রোতাদের ভীষণভাবে স্পর্শ করবে। গানটির ভিডিওর গল্পটিও বেশ নাটকীয় এবং আবেগঘন—এমনটাই মনে করছেন গান সংশ্লিষ্ট সবাই।

সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশ পেয়েছে এই সময়ের আলোচিত কণ্ঠশিল্পী তানজিল মিসবাহর গাওয়া ‘চাঁদ বদনে’ গানটি। এতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গীতিকবিতা সাজিয়ে তাতে সুরও করেছেন তানজিল মিসবাহ। সংগীতায়োজেনে ছিলেন সোভন রায়।

আরো পড়ুন:

কুয়াকাটার বিভিন্ন নয়নাভিরাম লোকেশনে চিত্রায়ন করে স্যাড-রোমান্টিক গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন হাসান রনি। এতে তানজিল মিসবাহর সঙ্গে মডেল হিসেবে অভিনয় করেছেন সুমাইয়া।  

গানটি নিয়ে আশাবাদী তানজিল মিসবাহ বলেন, “যারা বিরহের গান ভালোবাসেন এবং বাস্তব জীবনের বিচ্ছেদকে অনুভব করেছেন, তারা এই গানের সঙ্গে নিজেদের খুব সহজেই মেলাতে পারবেন। আশা করছি, গানটি শ্রোতা-দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে, তাদের ভালোবাসা ও প্রতিক্রিয়াই আমার আগামীর পথচলার অনুপ্রেরণা।” 

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) কর্তৃপক্ষ জানায়, তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়