RisingBD Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ২৬ অক্টোবর ২০২০ ||  কার্তিক ১১ ১৪২৭ ||  ০৯ রবিউল আউয়াল ১৪৪২

শোক দিবসে পরিবেশ মন্ত্রণালয়ের কর্মসূচি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ১৩ আগস্ট ২০২০   আপডেট: ১৮:৩৯, ২৫ আগস্ট ২০২০
শোক দিবসে পরিবেশ মন্ত্রণালয়ের কর্মসূচি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষে ব্যাপক কর্মসূচি নিয়েছে  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে-১৫ আগস্ট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর/সংস্থার প্রধান কার্যালয় এবং মাঠ পর্যায়ের কার্যালয়ের ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

সকাল ১০টায় মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং দপ্তর/সংস্থার প্রধানরা ধানমন্ডির ৩২ নম্বর রোডের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। দুপুর ১২টায় আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের অডিটরিয়ামে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে আলোচনা সভা এবং বাদ যোহর মিলাদ মাহফিল হবে।

জাতীয় শোক দিবস উপলক্ষে সব দপ্তর/সংস্থাসমূহ পরিবেশসম্মত ব্যানার/ ড্রপডাউন ইত্যাদি প্রদর্শন করবেন। দপ্তর/সংস্থার মাঠ পর্যায়ের অফিসসমূহ স্থানীয় প্রশাসন আয়োজিত শোক দিবসের কর্মসূচিতে সব দপ্তর/সংস্থা অংশ নেবে।  
 

নঈমুদ্দীন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়