ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজধানীতে গাছের চারা বিতরণ 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ১৫ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৬:১৩, ১৫ সেপ্টেম্বর ২০২৩
রাজধানীতে গাছের চারা বিতরণ 

‘লাগাই গাছ লাগাই বৃক্ষ, রক্ষা করি পুরো বিশ্ব’-এই স্লোগানকে সামনে রেখে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত পরিবেশবাদী প্রজেক্ট এশিয়ান গ্রীন বাংলাদেশ এর উদ্যোগে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এই চারা বিতরণ করে কর্মসূচির উদ্বোধন করে সংগঠনটি।

আরো পড়ুন:

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান কাজী লায়ন মো. খালেকুজ্জামান আমিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বাসযোগ‍্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সবাই নিজ উদ্যোগে আঙ্গিনায় এবং খালি জায়গায় গাছের চারা রোপণসহ পরিচর্যার ব‍্যবস্থা করতে হবে।

এই সময় তিনি গাছ কাটার বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এই সময় আরও বক্তব্য রাখেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাশ, পরিচালক লায়ন মোহাম্মদ আবুল বাশার, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি সরদার এম এ মহিন, ঢাকা মহানগর দক্ষিণ শাখা কমিটির আহ্বায়ক মো. শিমুল হাসান, উত্তর কমিটির সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন, ঢাকা জেলা কমিটির প্রচার সম্পাদক মো ফরিদ গাজী প্রমুখ।

/মামুন/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়