ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘আরও একটি বড় বাধা জয় করতে হবে’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ৮ জুলাই ২০২১   আপডেট: ১৭:৫৪, ১১ জুলাই ২০২১
‘আরও একটি বড় বাধা জয় করতে হবে’

লন্ডনের ওয়েম্বলিতে ড্যানিশদের  থামিয়ে ব্রিটিশদের রূপকথার রাত উপহার দিয়েছে ইংল্যান্ড ফুটবল দল। আর মাত্র এক ধাপ বাকি। তাহলেই ইউরো চ্যাম্পিয়নশিপের ট্রফি আসবে ইংলিশদের শো-কেসে । এই শেষ ধাপকে বড় বাধা আখ্যা দিয়ে জয় করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট।

ডেনমার্কের বিপক্ষে সেমি ফাইনালের নির্ধারিত সময়ের খেলা শেষ হয়  ১-১ গোলে। অতিরিক্ত সময়ে হ্যারি কেইনের গোলে প্রথমবার ইউরো ফাইনালে ওঠে ইংল্যান্ড। ২-১ গোলে জিতে ৫৫ বছর পর বড় টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে থ্রি লায়নরা।

আগামী ১১ জুলাই এই ওয়েম্বলিতে ইতালির বিপক্ষে ফাইনাল খেলবে ইংল্যান্ড। এই ফাইনালকে বড় বাধা উল্লেখ করে ব্রিটিশ কোচ বলেন, ‘এখনো একটি বড় বাধা আছে, আমাদের চেষ্টা করতে হবে এটি জয় করার। ইতালি অনেক ভালো দল। তারা ইতিমধ্যে তাদের অসাধারণ ক্ষমতা দেখিয়েছে।’

ফাইনাল উঠতে পেরে শিষ্যদের নিয়ে গর্বিত সাউথগেট। জানান চমৎকার রাত উপহার দিতে পারার সন্তুষ্টির কথা।

‘আমি আমার শিষ্যদের নিয়ে গর্বিত। এটা একটি অবিশ্বাস্য উপলক্ষ। ফুটবলারদের বলেছি তাদের সহনশীলতা দেখাতে হবে এবং কামব্যাক করতে হবে। সন্তুষ্টির বিষয় হলো আমরা আমাদের জাতিকে, আমাদের ভক্তদের চমৎকার একটি রাত উপহার দিতে পেরেছি।’

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ