ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পৃথিবীজুড়ে আমার প্রকাশনীর বই পাওয়া যাবে: রুম্মান তার্শফিক

ছাইফুল ইসলাম মাছুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ২৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পৃথিবীজুড়ে আমার প্রকাশনীর বই পাওয়া যাবে: রুম্মান তার্শফিক

প্রকাশনা শিল্পে নারীরাও এগিয়ে এসেছেন। অনেকে স্বল্প সময়ে প্রশংসিত হয়েছেন। তাদের পরিকল্পনায় প্রকাশিত হচ্ছে সৃজনশীল, মননশীল বই। তেমনই একজন ‘পেন্ডুলাম’ এর প্রকাশক রুম্মান তার্শফিক।

তিনি সিটি ডেন্টাল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি প্রকাশনা ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন। অনেক স্বপ্ন এবং পরিকল্পনা নিয়ে সাজিয়ে তোলার চেষ্টা করছেন নিজের প্রতিষ্ঠান। এ বছর বইমেলায় প্রথমবারের মতো স্টল বরাদ্দ পেয়েছে পেন্ডুলাম। এই প্রকাশনীর যাত্রা শুরু ২০১৮ সালের শেষ দিকে। এখন পর্যন্ত পেন্ডুলাম থেকে ৩০টি বই প্রকাশিত হয়েছে।

রুম্মান তার্শফিক রাইজিংবিডিকে বলেন, ‘ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল বড় হয়ে প্রকাশক হবো। সেই স্বপ্ন পূরণে মাঠে নেমে পড়েছি। আমি চেষ্টা করি যে বইগুলো রিপ্রিন্ট হতে পারে- সেগুলো প্রকাশ করতে। আমরা ঘোষণা দিয়ে পাণ্ডুলিপি চাই না। আমি নিজে পাণ্ডুলিপি পড়ে যাচাই করি। আমি পিয়ারসেনের মতো নির্ভুল বই বের করতে চাই। পিয়ারসেনের মতো বড় প্রকাশক হতে চাই। পৃথিবীজুড়ে আমার প্রকাশনীর বই একদিন পাওয়া যাবে- এই স্বপ্ন দেখি।’


ঢাকা/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়