ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বইমেলায় প্রবন্ধবিষয়ক নতুন গ্রন্থ ‘নির্বাচিত প্রবন্ধ’

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ২০ ফেব্রুয়ারি ২০২৩  
বইমেলায় প্রবন্ধবিষয়ক নতুন গ্রন্থ ‘নির্বাচিত প্রবন্ধ’

বইমেলায় (২০২৩) প্রকাশিত হয়েছে কবি, গীতিকার ও প্রাবন্ধিক হাসানআল আব্দুল্লাহর নতুন বই ‘নির্বাচিত প্রবন্ধ’। বইটি প্রকাশ করেছে নালন্দা। বইটির প্রচ্ছদ করেছেন রুদ্র কায়সার। দাম ৮৫০ টাকা।

গ্রন্থটি সম্পর্কে হাসানআল আব্দুল্লাহ রাইজিংবিডিকে বলেন, গত তিন দশকে প্রকাশিত আমার প্রবন্ধের বইগুলো থেকে বাছাইকৃত ৩৪টি রচনা এখানে সংকলিত হয়েছে। এর মধ্যে টি এস এলিয়টের একটি প্রবন্ধ ‘ঐতিহ্য ও ব্যক্তিপ্রতিভা’ অনূদিত আকারে হয়েছে। ‘নির্বাচিত প্রবন্ধ’ সাতটি শাখায় বিভক্ত করা হয়েছে। সেগুলো হলো-কাব্যকলা, ছন্দ বিষয়ক, কবিতা ও জীবন,  নারী, ব্যক্তি সমাজ ও অন্যান্য, মুক্তিযুদ্ধ ও বইয়ের কথা।  যারা বিষয় ধরে বইটি পড়তে চাইবেন এই বিভাজন তাদের উপকারে আসবে।

এছাড়া এই বইমেলায় হাসানআল আব্দুল্লাহর আরও একটি নতুন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। বইটির নাম ‘জলের মতন সোজা’। এটি প্রকাশ করেছে পুথিনিলয়।

/সাইফ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়