ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মানসিক স্বাস্থ্যবিষয়ক বই ‘ভয়হীন জীবনের খোঁজে’র প্রকাশনা উৎসব

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৮, ১০ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৫:৫০, ১০ ফেব্রুয়ারি ২০২৪
মানসিক স্বাস্থ্যবিষয়ক বই ‘ভয়হীন জীবনের খোঁজে’র প্রকাশনা উৎসব

অমর একুশে বইমেলার বই উন্মোচন মঞ্চে হয়েছে আনুশা চৌধুরীর লেখা মানসিক স্বাস্থ্যবিষয়ক বই ‘ভয়হীন জীবনের খোঁজে’র প্রকাশনা অনুষ্ঠান। বইটি প্রকাশ করেছে স্বপ্ন ’৭১। 

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বইটি মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও মনোশিক্ষাবিদ মোহিত কামাল ও অভিনেত্রী শম্পা রেজা।

অনুষ্ঠানে মোহিত কামাল বলেছেন, ‘আনুশা চৌধুরী ডায়না পুরস্কারপ্রাপ্ত সংগঠক। বইটি সহজ ভাষায় মানসিক স্বাস্থ্য সর্ম্পকে লিখেছেন, তা সত্যিই প্রশংসার দাবি রাখে।’

শম্পা রেজা বলেন,‘আমরা যে মনের রোগগুলোতে ভুগি, তার খুব সুন্দর প্রকাশ এখানে ঘটেছে। আমাদের এই সমস্যাগুলো কীভাবে সমাধান করব, তাও এই বইয়ে আছে।'

লেটস টক মেন্টাল হেলথের প্রতিষ্ঠাতা ও লেখক আনুশা চৌধুরী বলেন, ‘মানসিক স্বাস্থ্য এখনও অনেক ক্ষেত্রে একটা ট্যাবু হিসেবে সমাজে আছে। কেউ বিশেষজ্ঞদের পরামর্শ নিতে চাইলেই তাকে পাগল ইত্যাদি বলে হেয় করা হয়। বই অনেক বড় একটা মাধ্যম মানুষের কাছে যেকোনো বার্তা পৌঁছানোর। সেক্ষেত্রে মানসিক স্বাস্থ্যবিষয়ক বই আরও বেশি করে মানুষের কাছে নিয়ে যাওয়া উচিত। হয়ত আমার এই সূচনা একসময় বৃহৎ পরিসরে মানুষের কাছে পৌঁছাবে এবং মানুষ আরও বেশি বই পড়বে, লিখবে। সেখানেই হয়ত আমার স্বার্থকতা।’

স্বপ্ন ’৭১ প্রকাশনের প্রকাশক ও লেখক আবু সাঈদ বলেছেন, মানসিক স্বাস্থ্য সম্পর্কে জানার জন্য এটা গুরুত্বপূর্ণ বই। নিশ্চয়ই বইটি পড়ে সবার ভালো লাগবে। বইটি স্বপ্ন ’৭১ প্রকাশনের ১৯০ নাম্বার স্টলে পাওয়া যাবে। বইটির দাম ৩০০ টাকা।

ঢাকা/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়