প্রত্যাবর্তনের মঞ্চ ফুটসাল: অধিনায়ক হয়েই জাতীয় দলে সাবিনা
দীর্ঘ জল্পনা ও বিতর্কের পর অবশেষে জাতীয় দলের জার্সিতে ফিরলেন সাবিনা খাতুন। তবে এবার সবুজ মাঠে নয়, বরং ফুটসালের দ্রুতগতির ফ্লোরে। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া সাফ উইমেনস ফুটসাল চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শনিবার ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। এই দলে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে অভিজ্ঞ ফরোয়ার্ড সাবিনা খাতুনের হাতে।
কোচ পিটার জেমস বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ও লিখিত অভিযোগের জেরে ২০২২ উইমেনস সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন সাবিনা-মাসুরারা। সেই বিরতির পর এবার ফুটসালের মাধ্যমে জাতীয় মঞ্চে প্রত্যাবর্তন করছেন তারা।
ফুটসাল স্কোয়াডে সাবিনা ছাড়াও ফিরেছেন ডিফেন্ডার মাসুরা পারভীন, মাতসুশিমা সুমাইয়া এবং কৃষ্ণা রানী সরকারের মতো পরিচিত মুখগুলো। একই সঙ্গে ২০২২ সালের উইমেনস সাফজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য মার্জিয়া ও মিশরাত জাহান মৌসুমীও দলে জায়গা পেয়েছেন। সিনিয়রদের এই প্রত্যাবর্তন আসন্ন চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সম্ভাবনা বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ফুটসাল ফরম্যাটে এটি সাবিনার জন্য প্রথম নয়। এর আগে ২০১৮ সালে তার নেতৃত্বেই থাইল্যান্ডে নারী এশিয়ান কাপ ফুটসালের বাছাইপর্বে অংশ নিয়েছিল বাংলাদেশ দল। যদিও সেবার দল জয়লাভে ব্যর্থ হয়েছিল।
আগামী বছর অনুষ্ঠিতব্য এই নতুন সাফ টুর্নামেন্টে বাংলাদেশ কেমন ফল করে, এখন সেটাই দেখার বিষয়।
প্রাথমিক ফুটসাল দল (১৮ সদস্য):
সাবিনা খাতুন (অধিনায়ক), মাতসুশিমা সুমাইয়া, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, মিশরাত জাহান মৌসুমী, মার্জিয়া, লিপি আক্তার, উন্নতি খাতুন, মেহেনুর আক্তার, রাত্রি মনি, সুমি খাতুন, নওসিন জাহান, নিলুফা ইয়াসমিন নীলা, নাসরিন আক্তার, সেজুতি ইসলাম স্মৃতি, সাথি বিশ্বাস, ইতি রানী ও স্বপ্না আক্তার জুলি।
ঢাকা/আমিনুল