ঢাকা     শনিবার   ১৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩১

ক্রীড়া মন্ত্রণালয়ের ১ কোটি টাকা পেলেন সাবিনা-রিতুপর্ণারা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ১১ নভেম্বর ২০২৪   আপডেট: ১৯:২৫, ১১ নভেম্বর ২০২৪
ক্রীড়া মন্ত্রণালয়ের ১ কোটি টাকা পেলেন সাবিনা-রিতুপর্ণারা

আরও একবার হিমালয়ের পাদদেশে বাংলাদেশের পতাকা উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে মেয়েরা। ৩১ অক্টোবর বিমানবন্দর থেকে তাদের ছাদখোলা বাসে করে ভিক্টরি প্যারেড করতে করতে নিয়ে আসা হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে। তখন তাদের সেখানে ফুল দিয়ে বরণ করে নিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেদিন তিনি চ্যাম্পিয়ন মেয়েদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১ কোটি টাকার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। 

পুরস্কার ঘোষণার ১১ দিনের মাথায় আজ সোমবার (১১ নভেম্বর) সাবিনা-রূপনা চাকমাদের নামে পুরস্কারের চেক ইস্যু করেছে ক্রীড়া মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও স্টাফসহ মোট ৩২ জনের দল নিয়ে নেপাল গিয়েছিল বাংলাদেশ। সেই দলের প্রত্যেকে সমানভাবে ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা করে পেয়েছেন। তাদের প্রত্যেকের নামে আলাদা আলাদাভাবে চেক ইস্যু করা হয়েছে। শুধু তাই নয় বাফুফেকে এই চেকগুলোর প্রাপ্তি স্বীকার পত্র পাঠাতে বলা হয়েছে চিঠিতে।

আরো পড়ুন:

উল্লেখ্য, ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি একইদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারী ফুটবল দলকে ২০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল। যদিও সেটা এখনও হস্তান্তর করেনি বোর্ড। এছাড়া শনিবার (০৯ নভেম্বর) সাফজয়ী নারী দলকে ১ কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যেটা তারা দ্রুততম সময়ে মেয়েদের হাতে হস্তান্তর করার কথা জানিয়েছেন বাফুফের মিডিয়া কমিটির প্রধান আমিরুল ইসলাম বাবু।
 

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়