দুলামিয়া কটনের বার্ষিক সাধারণ সভা ২৯ ডিসেম্বর
পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
রবিবার (১৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই ও সিএসইর ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, গত ২৯ সেপ্টেম্বর প্রকাশিত তথ্যানুযায়ী, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩ ডিসেম্বর এজিএমের তারিখ নির্ধারণে সিদ্ধান্ত গ্রহণ করে। তবে ৩ ডিসেম্বরই তা স্থগিত করার ঘোষণা জানায় কোম্পানি কর্তৃপক্ষ।
কোম্পানিটির ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য ৩৮তম বার্ষিক সাধারণ সভা আগামী ২৯ ডিসেম্বর বেলা ১১টায় হাইব্রিড সিস্টেমে শারীরিক উপস্থিতির মাধ্যমে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের (জুলাই-জুন) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
সমাপ্ত হিসাববছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.২৫) টাকা। আগের হিসাববছরে একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.৮৮) টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯.৮৩ টাকা।
ঢাকা/এনটি/রাজীব