বইমেলায় ইশরাত জাহান ঊর্মির ‘অন্যপক্ষ’
ফাগুনের মলাট ডেস্ক || রাইজিংবিডি.কম

সিটি আনন্দ আলো পুরস্কার প্রাপ্ত ঔপন্যাসিক ইশরাত জাহান ঊর্মি। গল্প-উপন্যাসের পাশাপাশি নিয়মিত ‘নারীবাদ বিষয়ক কলাম’ লেখেন তিনি। ২০২৫ বইমেলায় রয়েল প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে ইশরাত জাহান ঊর্মির নারী বিষয়ক বই ‘অন্যপক্ষ’। এতে প্রচলিত অর্থে নারীর সুখের কথা বা দুঃখের কথা নেই, এই বইতে নারীর নিজের যে একটা ‘এজেন্সি’ আছে, বলার মতো ‘ভয়েস’ আছে সেই বিষয়ে বলেছেন সংগ্রামী নারীরা—এমনটাই জানিয়েছেন ইশরাত জাহান।
যাদের কথা থাকছে এই বইয়ে, তারা হলেন— ফেরদৌসী প্রিয়ভাষিণী, সুলতানা কামাল, হালিদা হানুম আখতার ও মনজুন নাহার, সৈয়দা রিজওয়ানা হাসান, তাসমিমা হোসেন, মিতা হক, শামীম আজাদ, সূবর্ণা মুস্তাফা, কমলা ভাসিন, আজমেরী হক বাঁধন এবং তাসনুভা শিশির।
ইশরাত জাহান ঊর্মি বলেন, ‘‘নারীকে সবসময় ‘অপরায়ন’ করা হয় সমাজ সংসার রাষ্ট্রে, সেখান থেকেই ডিবিসি নিউজ এর নিয়মিত নারীবাদ বিষয়ক অনুষ্ঠান ‘অন্যপক্ষ’। সেই নামেই বই।’’
ইশরাত জাহান ঊর্মির চাওয়া— নারীর অধিকারের সংগ্রামকে যারা এগিয়ে নিয়ে গেছেন তাদের হারিয়ে যেতে না দেওয়া।
প্রাপ্তিস্থান: রয়েল প্রকাশনী
স্টল নন্বর: ৪১৩-১৪
ঢাকা/লিপি