ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রংপুর মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয় করার সুপারিশ

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ১৮ জানুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রংপুর মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয় করার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুর মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য প্রধানমন্ত্রী কাছে সুপারিশ করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান প্রধানমন্ত্রী বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি সোমবার বিকেলে রংপুর মেডিক্যাল কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেনের সভাপতিত্বে কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় এরশাদ বলেন, রংপুর মেডিক্যাল কলেজের বয়স ৫০ বছরেরও বেশি। এখানে অনেক পুরনো ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। দেশে ঘন ঘন ভূমিকম্প অনুভূত হচ্ছে। পুরনো ভবনগুলো পুনঃনির্মাণ ও সংস্কার জরুরি হয়ে পড়েছে। ভবন নির্মাণ ও সংস্কারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এরশাদ বলেন, রংপুর বিভাগ ও সিটি করপোরেশন হয়েছে। ঐতিহ্যবাহী রংপুর মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয় করা ন্যায়সঙ্গত দাবি। এ দাবি আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে করব। যাতে রংপুর মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয় করা হয়।

তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, আপনারা সেবার মনোভাব নিয়ে কাজ করে যান। হাসপাতালে আসা রোগীরা যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন সেদিকে আপনাদের মনোযোগ দিতে হবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী জিএম কাদের, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বরকতুল্লাহ, রংপুর মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. সৈয়দ আবু তালেব, ডা. নূরুন্নবী লাইজু,  ডা. আ ন ম সুজাউদৌলা,  ডা. নুর ইসলাম,  কলেজের সচিব ফজলুল হক প্রমুখ।

 

 

 


রাইজিংবিডি/রংপুর/১৮ জানুয়ারি ২০১৬/নজরুল মৃধা/রিশিত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়