সিসিকের ভারপ্রাপ্ত মেয়র হচ্ছেন কয়েস লোদী
বদর || রাইজিংবিডি.কম
রেজাউল হাসান কয়েস লোদী
নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
বুধবার লোদীকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সরজ কুমার নাথ।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব চিঠিপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যায় মামলায় কারাগারে থাকা সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরীকে মেয়রের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
এর আগে একই মামলায় অভিযুক্ত হবিগঞ্জ পৌরসভার মেয়র গউছকে বরখাস্ত করা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আদেশের কপি হবিগঞ্জ পৌরসভায় পৌঁছে।
রাইজিংবিডি/সিলেট/৭ জানুয়ারি ২০১৫/বদর/রফিক
রাইজিংবিডি.কম