ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

একসঙ্গে তিন ভাইয়ের বিয়ে

কাঞ্চন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৯, ১ ফেব্রুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
একসঙ্গে তিন ভাইয়ের বিয়ে

কুষ্টিয়ার ম্যাপ

জেলা প্রতিবেদক
কুষ্টিয়া, ১ ফেব্রুয়ারি : কুষ্টিয়া শহরতলির জুগিয়া এলাকায় একসঙ্গে বিয়ে করলেন তিন ভাই।

শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়ে মহাসিন, মুকুল ও বকুল হোসেন সন্ধ্যায় বউ নিয়ে বাড়ি ফিরেছেন।

জানা গেছে, মহাসিন মিরপুর উপজেলার আমলা, বকুল পোড়াদহ ও মুকুল রাজবাড়ী উপজেলার পাংশা গ্রামে বিয়ে করেন।

শহরতলির জুগিয়া এলাকার মৃত হোসেন আলীর ছয় ছেলে ও দুই মেয়ে। ১৬ বছর আগে দুই মেয়ের একই দিনে ও বড় তিন ছেলের পৃথক দিনে বিয়ে হয়েছে।

বাকি তিন ছেলে শুক্রবার সকালে বরযাত্রী নিয়ে পৃথকভাবে বিয়ে করতে যান। বউ নিয়ে ফেরার পথে সন্ধ্যায় তারা সদর পৌরসভায় মিলিত হন। পরে তিন বিয়ের গাড়িবহর বাদ্যযন্ত্র বাজিয়ে শহর প্রদক্ষিণ করে বাড়িতে যায়।

তিন বরের ভগ্নিপতি সাদিকুর রহমান জানান, এটি একটি একান্নবর্তী পরিবার। পারিবারিক সিদ্ধান্তে তাদের এক দিনে বিয়ে দেওয়া হয়েছে।

 

রাইজিংবিডি / কাঞ্চন  / শিশির/ আবু মো.

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়