গাজীপুরে বিদ্যুৎ চুরির অভিযোগে মামলা-জরিমানা
হাসমত || রাইজিংবিডি.কম
গাজীপুর জেলার মানচিত্র
গাজীপুর প্রতিনিধি : বিদ্যুৎ চুরির অভিযোগে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ গ্রাহককে ১৩ লাখ ২৯ হাজার ৫২৩ টাকা জরিমানা করেছেন।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুর মহানগরের কলমেশ্বর, ছয়দানা, খাইলকুর, কুনিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার রিবা ও গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরি) খালেদুল ইসলাম।
পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, মিটার টেম্পারিং করে বিদ্যুৎ চুরির দায়ে কলমেশ্বর এলাকার আনিছুর রহমানকে ৮০ হাজার ৭১৮ টাকা, একই এলাকার আক্কাস আলীকে ১ লাখ ৬৪ হাজার ৩৪০ টাকা ও সুরুজ মিয়াকে ৪৯ হাজার ৩১২ টাকা, ছয়দানা এলাকার মোসলেম উদ্দিনকে ৪ লাখ ১২ হাজার ১০১ টাকা, খাইলকুর এলাকার নাজমা পারভীনকে ১ লাখ ৮১ হাজার ৪৪ টাকা ও সাহিদা আক্তারকে ১৮ হাজার ৫৪ টাকা, কুনিয়া এলাকার রাবেয়া খাতুনকে ৪১ হাজার ৪৬১ টাকা, একই এলাকার রফিকুল ইসলামকে ১ লাখ ৬৬ হাজার ৩৪০ টাকা ও জাবেদ আলী মৃধাকে ২ লাখ ১৬ হাজার ১৫৩ টাকা জরিমানা করা হয়েছে।
তাদের প্রত্যেকের নামে বিদ্যুৎ আইনে মামলা হয়েছে।
রাইজিংবিডি/২১ মে ২০১৪/হাসমত/রিশিত
রাইজিংবিডি.কম