ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

৯০ বছরের প্রেমিকাকে বিয়ে করে নতুন পথচলা শুরু 

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ২০ আগস্ট ২০২৪   আপডেট: ১৪:৪২, ২০ আগস্ট ২০২৪
৯০ বছরের প্রেমিকাকে বিয়ে করে নতুন পথচলা শুরু 

ছবি: প্রতীকী

৯০ বছর বয়স পর্যন্ত কয়জনই বা বাঁচে! অথচ এই বয়সে এসে ভালোবাসার মানুষের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন এক নারী। প্রেমিক পুরুষের বয়সও কম নয়। ৯০ বছরের প্রেমিকাকে বিয়ে করেছেন ৯৫ বছর বয়সী এক প্রেমিক। ৬০ বছর আগে দেখা হয়েছিল তাদের। সেখান থেকেই ভালোলাগা এরপর ভালোবাসা। জীবনের এই শেষ পর্যায়ে এসে বিয়ের পিঁড়িতে বসেছেন তারা। নববিবাহিত দম্পতি হলেন ইব্রাহীম এমবঙ্গো এবং তাবিথা ওয়াঙ্গুন। দুইজনই কেনিয়ার অধিবাসী।

কেনিয়ার কিকুইউ রীতিতে বিয়ে করতে পারতেন কিন্তু তারা যেহেতু খ্রিষ্টান ধর্ম মেনে চলেন তাই খ্রিষ্টান রীতিতে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মুকুরউইনির একটি গির্জায় বিয়ে করেছেন তারা। বিয়েতে ধূসর রঙের স্যুট আর রুপালি টাই পরেছিলেন ইব্রাহীম। কনের পরনে ছিল সাদা পোশাক। এর ওপর ক্রিম রঙের জ্যাকেট পরেছিলেন তিনি। মাথায় ছিল ঐতিহ্যবাহী সাদা হ্যাট।

তারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, ভালোবাসায় সফল হতে হলে একে অপরকে সম্মান করতে হবে। যথাসম্ভব নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝি হলে প্রকৃত অবস্থা বোঝার চেষ্টা করতে হবে। এরপরেও কোনো ভুল হলে সঙ্গীর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে নিতে হবে।

আরো পড়ুন:

/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়