ঢাকা     শুক্রবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ১ ১৪৩১

আজ গিফট কার্ড দিয়ে কেনাকাটা করার দিন

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ১৮ জানুয়ারি ২০২৫  
আজ গিফট কার্ড দিয়ে কেনাকাটা করার দিন

ছবি: সংগৃহীত

উপহার কার্ড বা গিফট কার্ড প্রদানকারী এবং গ্রহণকারী উভয়ের দারুণ অভিজ্ঞতা দিতে পারে। এই উপহারকে ‘নিখুঁত উপহার’ও বলা যায়। গিফট কার্ড দিয়ে সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটি কিনে নিতে পারেন এর গ্রাহক। বিগত কয়েক বছর ধরে গিফট কার্ডগুলোর জনপ্রিয়তা বেড়েই চলেছে। খুচরা কেনাকাট ছাড়াও এখন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, রেস্তোরাঁ, স্পা, এমনকি ভ্রমণ বুকিংয়ের জন্য ব্যবহার করা যাচ্ছে গিফট কার্ড। উপহার হিসেবে কাউকে গিফট কার্ড দিয়ে দারুণ অভিজ্ঞতা অর্জন করতে পারেন।

যারা উপহার হিসেবে গিফট কার্ড পেয়েছেন তারা আজকের দিনে এই কার্ড দিয়ে প্রয়োজনীয় কেনাকাটা করে নিতে পারেন। আজ গিফট কার্ড দিয়ে কেনাকাটার দিন। ১৮ জানুয়ারি, গিফট কার্ড ব্যবহার দিবস।

জানা যায়, ট্র্যাসি টিলসন নামের একজন মার্কিনের হাত ধরে ২০২০ সালে দিনটি উদযাপন শুরু হয়েছিল। গিফট কার্ডের সর্বোচ্চ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ব্যাপারে মানুষের ভেতর সচেতনতা তৈরি করতে দিবসটির সূচনা করেন তিনি।

সূত্র: ডেজ অব দ্য ইয়ার  এবং হুরে

ঢাকা/লিপি


সর্বশেষ

পাঠকপ্রিয়