ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনন্ত-বর্ষাসহ ৫ জনের বিরুদ্ধে প্রতারণা মামলা

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ২৩ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৫:৫৩, ২৩ সেপ্টেম্বর ২০২৫
অনন্ত-বর্ষাসহ ৫ জনের বিরুদ্ধে প্রতারণা মামলা

ঢালিউডের আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষাসহ পাঁচজনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা হয়েছে। মামলা করেছেন রাব্বি টেক্সটাইলের কর্ণধার ইলিয়াস মিয়া। গত ২০ আগস্ট তিনি সাভার মডেল থানায় এ মামলা দায়ের করেন।
এ ঘটনায় শোবিজ অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। মামলার অপর আসামিরা হলেন অনন্ত জলিলের প্রতিষ্ঠান এবি অ্যাপ্যারেলস লিমিটেডের মার্চেন্ডাইজার আকরাম, মুনির ও কামরুল।

আদালত সূত্র জানায়, সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এ কে এম মহিউদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আসামি আকরাম। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত ১৬ সেপ্টেম্বর মুনির জামিন পান। তবে এখনো জামিন আবেদন করেননি অনন্ত জলিল ও বর্ষা।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের ৪ আগস্ট বুকিংয়ের মাধ্যমে রাব্বি টেক্সটাইল থেকে ২০ হাজার গজ কাপড় নেন আকরাম, মুনির ও কামরুল। এর মূল্য ধরা হয়েছিল ১০ লাখ টাকা। কিন্তু এলসি খোলার কথা থাকলেও বারবার সময়ক্ষেপণ করতে থাকেন তারা।

অভিযোগে আরও বলা হয়, পরে অনন্ত জলিলের নির্দেশে প্রতিষ্ঠানের অডিটর আব্দুর রহিম রাব্বি টেক্সটাইলের দেওয়া চালানের মূল কপি জোরপূর্বক রেখে দেন। চালান ফেরত চাইলে নানা অজুহাত দেখানো হয়, এমনকি টেক্সটাইল প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অফিসে প্রবেশে বাধা দেওয়া হয়। প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

ঢাকা/রাহাত

সর্বশেষ

পাঠকপ্রিয়