ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যেসব দেশে জনসমাগমপূর্ণ স্থানে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ১৮ অক্টোবর ২০২৫   আপডেট: ১৭:০৫, ১৮ অক্টোবর ২০২৫
যেসব দেশে জনসমাগমপূর্ণ স্থানে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ

ছবি: প্রতীকী

ইউরোপের বিভিন্ন দেশে জনসমাগমপূর্ণ স্থানে মুখ ঢেকে রাখাকে সম্মানের চোখে দেখা হয় না। ওই সব দেশের তালিকায় রয়েছে- বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, বুলগেরিয়া, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড। এবার এই তালিকায় যুক্ত হলো পর্তুগালের নাম।

দেশটি আইন করে জনসমাগমপূর্ণ স্থানে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করেছে। নতুন আইনে বলা হয়েছে, “এখন থেকে দেশের কোনো জনসমাগমপূর্ণ স্থানে এমন কোনো পোশাক বা বস্ত্রখণ্ড কোনো নারী-পুরুষ পরতে পারবেন না, যা মুখাবয়ব বা মুখমণ্ডল ঢেকে রাখে।’’

আরো পড়ুন:

এই আইন অমান্য করলে গুণতে হবে জরিমানা।  সর্বনিম্ন ২০০ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ২৮ হাজার ৪৭৬ টাকা) থেকে সর্বোচ্চ ৪ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ ৬৯ হাজার ৫২০ টাকা) জরিমানা দিতে হবে।

দেশটির কট্টর ডানপন্থি চেগা পার্টির নেতারা বলছেন, ‘‘পর্তুগালের সামাজিক মূল্যবোধ ও রীতিনীতিতে মুখমণ্ডল উন্মুক্ত রাখাকে সম্মানের চোখে দেখা হয়। যেসব অভিবাসী পর্তুগালের নাগরিক হয়েছেন এবং যারা নাগরিকত্ব পাওয়ার অপেক্ষায় আছেন, তাদের অবশ্যই পর্তুগালের সামাজিক রীতিনিতির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।’’

উল্লেখ্য, ইউরোপের দেশগুলোর মধ্যে বেলজিয়াম ২০১০ সালে আইন জনসমাগমপূর্ণ স্থানে  মুখমণ্ডল ঢেকে রাখা নিষিদ্ধ করে। তারপর ২০১৬ সালে ফ্রান্স, ২০১২ সালে নেদারল্যান্ডস, ২০১৬ সালে বুলগেরিয়া, ২০১৭ সালে অস্ট্রিয়া এবং ২০২৫ সালের জানুয়ারিতে সুইজারল্যান্ড জনসম্মুখে মুখমণ্ডল ঢেকে রাখা নিষিদ্ধ করে।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়