ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পড়ন্ত বিকেলে উড়ন্ত মন

জুনাইদ আল হাবিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ২৫ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পড়ন্ত বিকেলে উড়ন্ত মন

জুনাইদ আল হাবিব : নদীর স্বচ্ছ জল। সূর্যরশ্মির নিবিড় সখ্যতায় ঝলমল করে স্রোত। কখনও জোয়ার, কখনও ভাটা। মন মিশে একাকার হয় এই রুপালি জলে।

আর সময়টা যদি পড়ন্ত বিকেল হয় তাহলে তো কথাই নেই। পড়ন্ত বেলায় পশ্চিম আকাশে তেজ কমে যাওয়া সূর্যটা নদীর জলে ছড়িয়ে দেয় রক্তবর্ণ আভা। তখন দর্শনার্থীর প্রাণে চাঞ্চল্য ফিরে আসে। গোধূলিলগ্ন নদীপাড়ের পড়ন্ত বিকেলের গল্পগুলো হয়তো এমনই। আর হ্যাঁ, এমন দৃশ্যের ছোঁয়া পেতে এ প্রজন্মের তরুণ-তরুণীদের আগ্রহেরও যেন শেষ নেই। তাইতো নদীর পাড়ে যাওয়ার পরিকল্পনা থাকে অনেকের। কেউ বন্ধুর সঙ্গে, কেউ বান্ধবীর সঙ্গে শেষ বিকেলে মায়া জড়ানো অপূর্ব মুহূর্ত উপভোগে। নয়নজুড়ানো অপরূপ সৌন্দর্য খুঁজতে নদীর কাছে যাওয়া সত্যিই দারুণ।

গোধূলি বেলায় লাল সূর্যকে হাতের মুঠোয় বন্দী করার ভঙ্গি ধরেন কেউ কেউ। তাদের একজন তানহা সুলতানা রিয়া। লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী তিনি। জেলার দক্ষিণাঞ্চলের মেঘনাপাড়ের চর আলেকজান্ডারে এসে নিজের অভিজ্ঞতা তুলে ধরে রিয়া বলছিলেন, ‘পড়াশোনার কারণে আমাদের মনটা সব সময় ভারী থাকে। সেজন্য একটু সুযোগ পেলেই নদীর কাছে যেতে মন চায়। বিকেলের সূর্যের আলোয় চিক চিক করা নদীর পানি কিংবা নদীর পানিতে ক্লান্ত সূর্য ডুবা দেখে নিজের ক্লান্তি দূর করা যায় নিমিষেই।’

পরিবার নিয়ে মতিরহাট মেঘনা সৈকতে ঘুরতে এসেছেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার। তিনি বলেন ‘স্বজনদের নিয়ে নদী দেখা একটা আনন্দের বিষয়। সূর্যরশ্মি যখন নদীর বুকে বিছিয়ে থাকে, তখন মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা হয়। গোধূলিলগ্নে উপভোগ করা যায় অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। আকাশের রক্তিম রঙে নদীর পানি রঙিন হয়ে ওঠে। এজন্য আমি বলবো, কেউ যদি নদীর পাড়ে ঘুরতে যাবার পরিকল্পনা করে তাহলে অবশ্যই পড়ন্ত বিকেলের সূর্যরশ্মি দেখার বিষয়টি মাথায় নিয়ে বের হতে হবে।’

স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন বাবু বলেন, নদীর পাড়ে গোধূলিলগ্ন উপভোগ মনের ক্লান্তি দূর করার জন্য যথেষ্ট।’

গোধূলিলগ্নের এমন মুহূর্ত প্রকৃতিপ্রেমী মানুষের কাছে বেশ প্রিয়। এসব মুহূর্ত সৃজনশীল মানুষের মেধাশক্তিকেও বেশ অদম্য করে তোলে। পড়ন্ত বিকেলে মানুষের মন উড়ন্ত হয়ে ওঠে।
 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ জানুয়ারি ২০১৯/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়