উড়ন্ত পোকা ধরায় পটু নীলগলা চুটকি
শামীম আলী চৌধুরী || রাইজিংবিডি.কম

লেখক ছবিগুলো সাতছড়ি জাতীয় উদ্যান থেকে তুলেছেন
চোখ জুড়িয়ে যায় বিচিত্র রঙের পাখি দেখে! সৃষ্টিকর্তার অপার মহিমা! যত দেখি মুগ্ধ আকাঙ্ক্ষা প্রতিনিয়ত বেড়ে চলে। এ কারণেই বন থেকে বনে ছুটে বেড়ায় বার্ড ফটোগ্রাফাররা। পরিচিত হয় জীব-বৈচিত্রের সঙ্গে।
সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর ছোট পুকুর পাড়ে বসে আছি। চারদিকে পাখির কলতানে বন মুখরিত। সাদাগলা বুলবুলিগুলো ঝোঁপের ভেতর থেকে বের হয়ে আসছে। সঙ্গে আছে জলপাই বুলবুলি। এদের সঙ্গে তাল মিলিয়ে নাচানাচি করছে নীলরাজা। মাঝে মাঝে নীলরাজার পানিতে ডুব দিয়ে গোসলের দৃশ্য অসাধারণ!
এদের নানা অঙ্গভঙ্গি দেখতে গিয়ে অনেক সময় ক্যামেরায় চোখ রাখতেও ভুলে যেতে হয়। এদের সঙ্গে যোগ দিলো কমলা বউ, শ্যামা, ভীমরাজসহ আরো কিছু ছোট পাখি। এমন সময় হঠাৎ নজর পড়লো উড়ে এসে ডালে বসা একটি পাখির উপর। পাখিটি এতোই ছোট যে খালি চোখে দেখতে সমস্যা হচ্ছিল। ক্যামেরার ভিউ ফাইন্ডারে পাখিটিকে দেখে চমকে উঠলাম!
আগে কখনো পাখিটির সঙ্গে পরিচয় বা দেখা হয়নি। কিছুক্ষণ পর পাখিটি পুকুর পাড়ে একটি ডালে বসলো। সঙ্গে সঙ্গে ক্যামেরা তাক করে বেশ কিছু ছবি তুললাম। অন্যান্য পাখির চেয়ে এর গোসল করার ভঙ্গি ব্যতিক্রম। সারা দেহ পানিতে ভিজিয়ে ডানা ঝাপটিয়ে গোসল করলো। আরো কিছু ছবি তুললাম। পাখিটির নাম ঘাটকি বা নীলগলা চুটকি।
Blue-throated blue flycatcher বা ঘাটকি Cyornis বংশীয় ১৪ সে.মি. দৈর্ঘ্যের Muscicapidae পরিবারের অন্তর্গত কালচে বাদামি চোখের পোকা-শিকারী পাখি। পূর্ণবয়স্ক পুরুষপাখির পিঠ ও গলা নীল। দেহতল সাদা। কপাল ও ভ্রু উজ্জ্বল নীল। গলা কালচে নীল। বুক লালচে। বগল ও পেট সাদা। মেয়েপাখির কোমর জলপাই-বাদামি। গলা হালকা পীত-কমলা রঙের। বুক কমলা পেট সাদা। উভয়ের চোখ কালচে বাদামি। ঠোঁট বাদামি কালো। পা ও পায়ের পাতা ধূসর বাদামি।
ঘাটকি সাধারণত মুক্ত বনভূমি, বাঁশবন ও কুঞ্জবনে বিচরণ করে। একা থাকতে পছন্দ করে। মাঝে মাঝে জোড়ায় দেখা যায়। ছোট ছোট গাছ ও গাছের নিচে জন্মানো গুল্মলতায় খাবার খুঁজে বেড়ায়। এদের খাদ্যতালিকায় রয়েছে উড়ন্ত পোকা ও পোকার ছানা। মাঝে মাঝে খাবারের জন্য মাটিতে নামতে দেখা যায়। মাটিতে শিকার ধরার পর আগের অবস্থানে ফিরে যায়। এরা ভয় পেলে চিকচিক শব্দে ডাকতে থাকে। এরা বিভিন্ন ধরনের শব্দে তীব্র সুরে গান গায়। অন্য পাখির ডাক অনুসরণে এরা পারদর্শী।
এপ্রিল থেকে আগস্ট মাস এদের প্রজননকাল। প্রজননকালে বাঁশের কোটর এবং গাছের গর্তে লাইকেন নামক শৈবাল ও মৃত পাতার সরু মূল বিছিয়ে বাসা বানায়। নিজেদের বানানো বাসায় মেয়েপাখিটি ৪-৫টি ডিম পাড়ে। ১২-১৪ দিনে ডিম থেকে ছানা বের হয়। বাবা-মা দুজনে মিলে সংসারের যাবতীয় কাজ করে।
ঘাটকি বাংলাদেশের বিরল পরিযায়ী পাখি। চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগের সব বনে দেখা যায়। এ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, চীন ও থাইল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় এর বৈশ্বিক বিস্তৃত রয়েছে। এরা বিশ্বে ও বাংলাদেশে বিপদমুক্ত বলে বিবেচিত। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতি সংরক্ষিত।
বাংলা নাম: ঘাটকি বা নীলগলা চুটকি
ইংরেজি নাম: Blue-throated blue flycatcher
বৈজ্ঞানিক নাম: Cyornis rubeculoides
হাসনাত/তারা
- ৭ মাস আগে বন্য হাতির ধাওয়া খেয়ে পেলাম বুনো টুনির দেখা
- ৮ মাস আগে পাখির নাম ‘রঙিলা দোয়েল’
- ৮ মাস আগে বাচ্চা হারিয়ে মা দুধরাজ পাখির হাহাকার
- ৮ মাস আগে পুকুর পাড়ে পেলাম ‘কালোবুক দামা’র দেখা
- ৮ মাস আগে যেভাবে খুঁজে পেলাম ‘কালো বাজ’ পাখি
- ৯ মাস আগে অনেক অপেক্ষার পর দেখা পেলাম নীল ফক্কির
- ৯ মাস আগে সীমানা নির্ধারণ করে বাস করে জল মোরগ
- ৯ মাস আগে হঠাৎ দেখি সুরেলা কণ্ঠের সাদা লেজ রবিন!
- ৯ মাস আগে প্রজননকালে গান গায় ‘লালডানা কোকিল’
- ১১ মাস আগে ডুপ্লেক্স বাসা বানায় ছোট নীলচটক পাখি
- ১১ মাস আগে মহাবিপন্ন পাখি ‘বন বাচকো’
- ২ বছর আগে ‘নীল শিসদামা’র কণ্ঠে বাঁশির সুর
- ২ বছর আগে গৃহপালিত হাঁসের পূর্বপুরুষ নীলশির হাঁস
- ২ বছর আগে বিপদ দেখলেই শুয়ে পড়ে শাবাজ ট্রিটি
- ২ বছর আগে টুপি মাথায় ‘মৌলবি হাঁস’
- ২ বছর আগে সুরের পাখি সিঁদুরে-হলুদ মৌটুসী
- ২ বছর আগে দেখতে সবুজ বাঁশ ঘুঘু
- ২ বছর আগে বাইক্কা বিলের জলময়ূর
- ২ বছর আগে নগরে পাকড়া খঞ্জন
- ২ বছর আগে পাখির নাম হট্টিমা
- ২ বছর আগে লালচে কাঠঠোকরার লুকোচুরি
- ২ বছর আগে প্রথম দেখাতেই পাপিয়ার প্রেমে পড়েছিলাম
- ২ বছর আগে অনেক কষ্টে পেলাম সাদা-কোমর মুনিয়ার দেখা
- ২ বছর আগে হঠাৎ পেলাম নীলপরির দেখা
আরো পড়ুন