ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

একাত্তরে উত্তাল মার্চে যেভাবে পালিত হয়েছিলো বঙ্গবন্ধুর জন্মদিন

শাহ মতিন টিপু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪১, ১৭ মার্চ ২০২৩   আপডেট: ০৯:৪৩, ১৭ মার্চ ২০২৩
একাত্তরে উত্তাল মার্চে যেভাবে পালিত হয়েছিলো বঙ্গবন্ধুর জন্মদিন

পরিবারের সদস্যদের সঙ্গে বঙ্গবন্ধু (ফাইল ফটো)

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন আজ। উত্তাল ১৯৭১-এর ১৭ মার্চ ছিলো বঙ্গবন্ধুর ৫২তম জন্মদিন। 

আগুন ঝরানো মার্চের ওই উত্তাল সময়ে একদিকে লাগাতার অসহযোগ আন্দোলন চলছে, অন্যদিকে সমগ্র জাতি দিনটিতে গভীর ভালোবাসায় প্রিয় নেতাকে জন্মদিনে শুভেচ্ছা ও শুভ কামনা জানাচ্ছে। 

বিভিন্ন সংবাদভাষ্যের তথ্যানুযায়ী, এইদিন সকাল থেকেই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং দেশি-বিদেশি সাংবাদিকগণ জন্মদিনের শুভেচ্ছা জানাতে ধানমন্ডির ৩২ নম্বরে জমায়েত হন। 

গত কদিন ধরে ইয়াহিয়া খানের সঙ্গে বঙ্গবন্ধুর ওয়ান টু ওয়ান বৈঠক চলছিলো। এইদিন সে বৈঠক শেষে দুপুরে ধানমন্ডির বাসভবনে ফেরেন বঙ্গবন্ধু। এ সময় বিদেশি সাংবাদিকদের সঙ্গে ঘরোয়া আলোচনাকালে এক সাংবাদিক বঙ্গবন্ধুকে প্রশ্ন করেন, ‘আপনার ৫২তম জন্মদিনে আপনার সবচেয়ে বড় ও পবিত্র কামনা কী?’ উত্তরে বাঙালীর অবিসংবাদিত নেতা দৃঢ়তার সঙ্গে বলেছিলেন, ‘জনগণের সার্বিক মুক্তি।’ 

এরপর শুরু হয় সাংবাদিকদের পক্ষ থেকে মহান নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন। এসময় নেতা ব্যথাভারাতুর কণ্ঠে বলেন, ‘আমি জন্মদিন পালন করি না-আমার জন্মদিনে মোমের বাতি জ্বালি না, কেকও কাটি না। এ দেশে মানুষের নিরাপত্তা নাই। আপনারা আমাদের জনগণের অবস্থা জানেন। অন্যের খেয়ালে যে কোন মুহূর্তে তাদের মৃত্যু হতে পারে। আমি জনগণেরই একজন, আমার জন্মদিনই কি, আর মৃত্যুদিনই কি? আমার জনগণের জন্য আমার জীবন ও মৃত্যু।’

এদিকে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ঢাকা নগর আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ অফিসে এক দোয়া ও মিলাদ মাহফিলে বঙ্গবন্ধুর দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া বায়তুল মোকাররমে আসরের নামাজের পর বঙ্গবন্ধুর জন্মদিনে বিশেষ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। পূর্ববাংলা বিড়ি শ্রমিক সংগ্রাম পরিষদের পক্ষ হতে বঙ্গবন্ধুর জন্মদিবস উপলক্ষে সুদীর্ঘ সংগ্রামী জীবনের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

/টিপু/

সর্বশেষ

পাঠকপ্রিয়