ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

দায়বদ্ধতা থেকে আঁকা ছবি ‘পাতা ছেঁড়া নিষেধ’

স্বরলিপি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ১৩ আগস্ট ২০২৪   আপডেট: ১৫:১৪, ১৩ আগস্ট ২০২৪
দায়বদ্ধতা থেকে আঁকা ছবি ‘পাতা ছেঁড়া নিষেধ’

শিল্প ও শিল্পী

চিত্রশিল্পী মামুন হোসাইনের আঁকা একটি ছবি হাজার হাজার মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যমের টাইমলাইনে ঘুরে বেড়াচ্ছে। ছবিটির শিরোনাম ‘পাতা ছেঁড়া নিষেধ’। গাছের আদলে আঁকা এই ছবি। পাঁচটি সবুজ পাতায় সাদা অক্ষরে লেখা হয়েছে বৌদ্ধ, হিন্দু, আদিবাসী, মুসলিম  এবং খ্রিস্টান। এইসব পাতার ফাঁকে ফাঁকে নদীর মতো ছড়িয়ে ছিঁটিয়ে লেখা হয়েছে ‘বাংলাদেশ’।

রবিবার (১১ আগস্ট) রাত ৯ টা ২০ মিনিটে ছবিটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন মামুন হোসাইন। ক্যাপশনে লেখেন ‘বৈচিত্র্যই সুন্দর’।  এরপরেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। 

মামুন হোসাইন রাইজিংবিডিকে বলেন, ‘এইটা ভীষণ ভালোলাগার। এ থেকে বোঝা যায় মানুষ আসলে উগ্র সাম্প্রদায়িকতা পছন্দ করে না। ফলে ছবিটা সবাই গ্রহণ করেছেন। আমি এঁকেছি সবার মনের কথা ।’

এই ছবিটি আরও কয়েক বছর আগে আঁকা। শিরোনামও তখনই দেওয়া। তবে সম্প্রতি এতে কিছু সংযোজন করা হয়েছে। 

এ বিষয়ে মামুন হোসাইন বলেন, ‘এইটা কয়েক বছর আগে এঁকেছিলাম। তখন ওপরের ‘আদিবাসী’ পাতাটা ছিলনা। গেল রবিবার আদিবাসী শব্দটি যুক্ত করে পোস্ট দিয়েছিলাম। চলমান অস্থির সময়ে  সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে চক্রান্ত চলছে এইটা মানা যায় না। এই দেশ সবার।–এমন দায়বদ্ধতা থেকেই ছবিটি এঁকেছি।’

এই শিল্পী আরও বলেন, ‘এইটা একটা চারা গাছ। গাছটি ধীরে ধীরে বড় হবে। নতুন পাতা যুক্ত হবে। এই পাতা যুক্ত করার দায়িত্ব সবার।’

উল্লেখ্য, মামুন হোসাইনের জন্ম ও বেড়ে ওঠা ঝিনাইদহে। তিনি নারায়নগঞ্জ চারুকলা থেকে বি এফ এ সম্পন্ন করেছেন। এই চিত্রশিল্পী সাম্প্রতিক দেশকাল পত্রিকায় শিল্প সম্পাদক হিসেবে কর্মরত।

/লিপি


সর্বশেষ

পাঠকপ্রিয়