ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ প্রেমিক হিসেবে কেমন?

সাতসতেরো ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ২৮ মে ২০২৫   আপডেট: ১৫:১৯, ২৮ মে ২০২৫
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ প্রেমিক হিসেবে কেমন?

এমানুয়েল মাঁখো, ব্রিজিত মাঁখো

দুইজনের সম্পর্কের সূত্রপাত হয়েছিল বেশ অস্বাভাবিকভাবে। তাদের বয়সের ব্যবধান ২৫ বছর। মাত্র ষোল বছরের এক কিশোর প্রেমে পড়েন ৪০ বছর বয়সী এক নারীর। যে নারী তিন সন্তানের জননী। বলা হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর কথা। যিনি তার স্কুল শিক্ষিকাকে ভালোবেসে বিয়ে করেছেন।

তিন সন্তানের জননীর সঙ্গে প্রেম হলে মাঁখোর পরিবার এই প্রেম থামাতে চেয়েছিল। কিন্তু তাতে লাভ হয়নি। ব্রিজিত মাখোঁ এক সময় স্কুলের নাটকের শিক্ষিকা ছিলেন।

আরো পড়ুন:

মাঁখো কখনোই রাজনীতিবিদ হতে চাননি। তিনি চেয়েছিলেন একজন ঔপন্যাসিক হতে। শৈশব থেকেই তিনি ছিলেন খুবই মেধাবী। মাঁখোর স্কুল শিক্ষিকা এবং বর্তমানে তার স্ত্রী ব্রিজিত তোনিয়ো ছোট বেলা থেকেই তাকে চেনেন। ব্রিজিত মনে করেন, এমানুয়েল মাঁখো স্কুল জীবনে অন্যদের চেয়ে ব্যতিক্রমী ছিল। 

এক সময় মাঁখো তার স্কুল ছেড়ে যান, ফলে ছেড়ে যেতে হয়েছিল শিক্ষিকা ব্রিজিত মাঁখোকেও। কিন্তু এতে তাদের সম্পর্ক আরও গভীর হয়ে  ওঠে। স্কুল ছেড়ে যাবার পর তাদের দুইজনের মধ্যে টেলিফোনে দীর্ঘ কথোপকথন হতো। এই কথপোকথন থেকেই দুজনেই মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তখন ব্রিজিত মাঁখো ছিলেন বিবাহিতা এবং তিন সন্তানের জননী।

প্রেমের পড়ে আগের স্বামীকে ছেড়ে ২০০৭ সালে এমানুয়েল মাখোঁকে বিয়ে করেন ব্রিজিত। তবে দুজনই প্রচারণা থেকে দূরে ছিলেন। এমানুয়েল মাঁখো যখন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনস্থির করেন, তখন তারা অনেক বেশি জনসম্মুখে আসেন। তাদের দুইজনের বয়সের ব্যবধান নিয়ে অনেক কথা শুনতে হয়েছে এমানুয়েল মাঁখো এবং ব্রিজিতকে। মাঝেমধ্যে এসব সমালোচনার জবাবও দিয়েছেন মাঁখো।  তিনি একবার বলেছিলেন, ‘‘বয়সের ব্যবধানটা যদি উল্টো হতো তাহলে বিষয়টি নিয়ে কেউ এতো কথা বলতো না। মানুষ ভিন্ন কিছু দেখে অভ্যস্ত নয়।’’

এই যে ভিন্ন কিছুতে বিশ্বাসী হয়ে ওঠা, অনেকে মনে করেন এই অভিজ্ঞতা মাঁখোকে আত্মবিশ্বাসী করে তুলেছে। একবার এক ফরাসি সাংবাদিক বলেছিলেন,  এমানুয়েল মাখোঁ যদি নিজের চেয়ে ২৪ বছরের বড় তিন সন্তানের এক জননীকে আকর্ষণ করতে পারেন, তাহলে একই উপায়ে তিনি ফ্রান্সকেও জয় করতে পারবেন।’’

সূত্র: বিবিসি

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়