মেঘভাঙা বৃষ্টি শুরু হয় কীভাবে?
সাতসতেরো ডেস্ক || রাইজিংবিডি.কম
মেঘভাঙা বৃষ্টি। ছবি: সংগৃহীত
মেঘফাটা বা মেঘভাঙা বৃষ্টিতে সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তানে ৪০০-এর বেশি মানুষ মারা গেছেন। প্রশ্ন হচ্ছে, মেঘফাটা বৃষ্টি আসলে কী?— বিশেষজ্ঞরা বলেন, ‘‘যখন কোনো নির্দিষ্ট এলাকায় অল্প সময় ধরে প্রবল বৃষ্টি হয় তাকে মেঘফাটা বৃষ্টি বলে। যার ফলে আকষ্মিক বন্যা, ভূমিধ্বস হতে পারে।’’
মেঘভাঙা বৃষ্টি শুরু হয় যেভাবে
বজ্রঝড় প্রচুর আদ্র বাতাসকে ওপরের দিকে ঠেলে দেয়। যার ফলে জলকণার বিশাল ঘন মেঘ তৈরি হয়। কিন্তু চাপের কারণে বৃষ্টি হয়ে পড়তে পারে না। যখন মেঘ আর জল ধরে রাখতে পারে না তা ফেটে যায় এবং সব জল একসঙ্গে নেমে আসে।
কোথায়-কোথায় মেঘভাঙা বৃষ্টি বেশি হয়
ভারতীয় হিমালয়ের মতো পাহাড়ি এলাকায় মেঘভাঙা বৃষ্টি বেশি হয়। কারণ পাহাড়ের ঢাল আদ্র বাতাসকে ওপরের দিকে ঠেলতে সাহায্য করে। এবং মেঘও আটকে দেয়।
জলবায়ু পরিবর্তনের কারণে পাকিস্তানের মতো কিছু অঞ্চলে ভেজা মৌসুমী বায়ু বছরের পর বছর ধরে আরও ভারী হয়ে যায়। ফলে মেঘভাঙা বৃষ্টি, আকষ্মিক বন্যার ঝুঁকি বাড়ে।
সূত্র: ডয়চে ভেলে
ঢাকা/লিপি