ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

নগর সরকার চান নাদের চৌধুরী

নঈমুদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ২০ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নগর সরকার চান নাদের চৌধুরী

মেয়র পদপ্রার্থী নাদের চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : বিভক্ত সিটি করপোরেশন নয়, নগর সরকার করতে চান ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাসদ সমর্থিত মেয়র পদপ্রার্থী নাদের চৌধুরী। তিনি বলেন, ‘নাগরিক সেবা নিশ্চিত করতে চাই নগর সরকার। আমি ঢাকার সন্তান। নির্বাচিত হলে নগরপিতা নয়, সন্তান হিসেবে আপনাদের সেবায় নিয়োজিত থাকব।’

গুলশানের ইমা নিউলয়াস ব্যানকুট হলে সোমবার দুপুরে নির্বাচনী ইশতেহার ঘোষণা শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার, সহসভাপতি মীর হোসাইন আখতার, মহানগর সমন্বয় কমিটির নেতা নুরুল আখতার, দলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, শওকত রায়হান, ইদ্রিস আলী, মাইনুর রহমান ও মোহাম্মদ নুরুন্নবী প্রমুখ।

নাদের চৌধুরী নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার করেন, নির্বাচিত হলে জন-অংশগ্রহণমূলক, গণতান্ত্রিক, দলীয় প্রভাব ও দুর্নতিমুক্ত নগর প্রশাসন পরিচালনা করা হবে।

নগর সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে নগরবাসীকে ময়ূর মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান নাদের চৌধুরী।

 

 

 


রাইজিংবিডি/ঢাকা/২০ এপ্রিল ২০১৫/নঈমুদ্দিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়