ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

করোনা: ৫০ বছর পর্যন্ত মৃত্যু ১৯, পঞ্চাশোর্ধ ৮১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৫, ১৫ এপ্রিল ২০২১  
করোনা: ৫০ বছর পর্যন্ত মৃত্যু ১৯, পঞ্চাশোর্ধ ৮১ শতাংশ

ফাইল ফটো

করোনায় মারা যাওয়া ৯৬ জনের মধ্যে ৭৭ জনেরই বয়স ৫০ বছরের ওপরে। এছাড়া মৃত অন্য ১৭ জনের ৩ জনের বয়স ৩১ থেকে ৪০ এর মধ্যে এবং ১৪ জনের বয়স ৪১ বছর থেকে ৫০ বছরের মধ্যে। 

বিশ্লেষণে দেখা যায়, ৫০ বছরের কম বয়সীদের তুলনা ৫০ বছরের বেশি বয়স্কদের মৃত্যু সাড়ে ৪ গুনেরও বেশি।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- দেশে এ পর্যন্ত ১০ হাজার ৮১ জন করোনায় মারা গেছেন।

এর মধ্যে ৫০ বছরের বেশি বয়স্ক মারা গেছেন ৮ হাজার ১৫৫ জন। ৪১ থেকে ৫০ বছর পর্যন্ত মারা গেছেন ১ হাজার ১২৫ জন। ৩১ থেকে ৪০ বছর পর্যন্ত ৪৯৮ জন। ২১ থেকে ৩০ পর্যন্ত ১৯২ জন। ১১ থেকে ২০ বছর পর্যন্ত ৭১ জন। শুণ্য থেকে ১০ বছর পর্যন্ত মারা গেছে ৪০ জন।

শতাংশের হিসেবে ৫০ বছরের বেশি বয়স্কদের মৃত্যু প্রায় ৮১ শতাংশ। বাকি ১৯ শতাংশ শুন্য থেকে ৫০ বছর বয়সী। 

এই ১৯ শতাংশের মধ্যে ৪১ থেকে ৫০ বছর বয়সের ১১.১৬ শতাংশ, ৩১ থেকে ৪০ বছর পর্যন্ত ৪.৯৪ শতাংশ, ২১ থেকে ৩০ পর্যন্ত ১.৯০ শতাংশ, ১১ থেকে ২০ বছর পর্যন্ত শুন্য দশমিক ৭০ শতাংশ, শুন্য থেকে ১০ বছর পর্যন্ত শুন্য দশমিক ৪০ শতাংশ।

ঢাকা/সাওন/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ