ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বঙ্গবন্ধু মেডিক্যালে কিডনি প্রতিস্থাপন পুনরায় শুরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৯, ৯ অক্টোবর ২০২১  
বঙ্গবন্ধু মেডিক্যালে কিডনি প্রতিস্থাপন পুনরায় শুরু

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পুনরায় শুরু হয়েছে কিডনি প্রতিস্থাপন সেবা

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পুনরায় কিডনি প্রতিস্থাপন শুরু হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) ইউরোলজি বিভাগে ৫৬৩তম কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়।

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি ও নানা ধরনের জটিলতার কারণে কিডনি প্রতিস্থাপন কার্যক্রম বন্ধ ছিল। বর্তমানে ইউরোলজি বিভাগের অন‌্যান্য চিকিৎসাসেবা কার্যক্রমও চালু আছে।

কিডনি প্রতিস্থাপনের পর রোগী হায়দার আলী (৩৫) এবং কিডনিদাতা আব্দুর রশিদ (৩৮) সুস্থ আছেন।

ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলালের অধীনে অধ্যাপক ডা. তৌহিদ, মো. সাইফুল হোসেন দিপু, সহযোগী অধ্যাপক ডা. মো. ফারুক হোসেনসহ একটি চিকিৎসক দল শনিবার কিডনি প্রতিস্থাপন কার্যক্রমে অংশ নেন।

সফলভাবে কিডনি প্রতিস্থাপন এবং পুনরায় এ সেবা চালু করায় সংশ্লিষ্ট চিকিৎসক দলকে ধন্যবাদ জানিয়েছেন বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

ঢাকা/সাওন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ