ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চ‌ব্বিশ ঘণ্টায় ১২ ডেঙ্গু‌ রোগী হাসপাতা‌লে ভ‌র্তি 

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩০, ১৭ মে ২০২২  
চ‌ব্বিশ ঘণ্টায় ১২ ডেঙ্গু‌ রোগী হাসপাতা‌লে ভ‌র্তি 

ছবি: সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরা সবাই ঢাকার হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল (সোমবার) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন। গত দুই দিন মি‌লে মোট ২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে হাসপাতালে ভর্তি হওয়া সবাই ঢাকার বাসিন্দা। এই সময়ের ম‌ধ্যে ঢাকার বাইরের কোন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী ভর্তি হয়নি ব‌লেও প্রতি‌বেদ‌নে জা‌না‌নো হ‌য়ে‌ছে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এই ১২ জন নি‌য়ে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। এদের প্রত্যেকেই ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ এপ্রিল পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২২৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২০৩ জন। ত‌বে এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই ব‌লেও প্রতি‌বেদ‌নে জানা‌নো হ‌য়ে‌ছে।

মেয়া/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ