ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাতিসংঘ ফিলিস্তিনের পতাকা উড়বে

শাহেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৪, ১১ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতিসংঘ ফিলিস্তিনের পতাকা উড়বে

আন্তর্জাতিক ডেস্ক : এবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অন্য দেশের পাশে ফিলিস্তিনের পতাকাও উড়বে। বৃহস্পতিবার বিকেলে এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘে। এর মাধ্যমে ফিলিস্তিনিদের দীর্ঘদিনের রাষ্ট্র সৃষ্টির আকাঙক্ষার প্রতিফলন ঘটতে যাচ্ছে।

 

ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র, পূর্ণ সদস্য নয়। এতদিন সদর দপ্তর ও অন্যান্য দপ্তরগুলিতে কেবলমাত্র পূর্ণ সদস্য রাষ্ট্রগুলির পতাকা উত্তোলনের রেওয়াজ ছিল। বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ সভায় ফিলিস্তিন ও আরেক পর্যবেক্ষক রাষ্ট্র হোলি সি’র পতাকা উত্তোলনের বিষয়ে খসড়া প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১১৯ সদস্য রাষ্ট্র। আর বিপক্ষে ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ আট দেশ। এছাড়া ভোটের সময় অনুপস্থিত ছিল ৪৫ দেশের প্রতিনিধি।

 

প্রস্তাবটি পাসের পর প্রতিক্রিয়ায় জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মনসুর বলেন, ‘ এটা প্রতীকি ব্যাপার। কিন্তু ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তিকে আন্তর্জাতিক অঙ্গনে সেটিকে মজবুত করা হলো।

 

প্রস্তাবটি বাস্তবায়নের জন্য ২০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। তবে ধারণা করা হয়েছে  আগামী ৩০ সেপ্টেম্বর ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যখন জাতিসংঘ সদর দপ্তরে আসবেন,তখনই দেশটির পতাকা উত্তোলন করা হবে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ সেপ্টেম্বর ২০১৫/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়