ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নেপালে নতুন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ২৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নেপালে নতুন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত

এবার নেপালে নতুন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ৩২ বছরের ওই নেপালি শিক্ষার্থী সম্প্রতি উহান থেকে দেশে ফিরেছেন। গলায় জ্বালাপোড়া ও শ্বাসযন্ত্রের সমস্যা নিয়ে ১৩ জানুয়ারি তিনি সুকরারাজ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ হাসপাতালে ভর্তি হন।

হাসপাতালের চিকিৎসক ডা.অনুপ বাসতোলা বলেছেন, ‘উহান থেকে ফেরার পর তার মধ্যে শ্বাসযন্ত্রের সমস্যা দেখা দেয় এবং আরো পরীক্ষার জন্য তাকে হাসপাতালের পৃথক ওয়ার্ডে বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়’।

প্রসঙ্গত, চীনের উহান শহরেই প্রথম নতুন করোনা ভাইরাসটি প্রথম শনাক্ত হয়েছিল। গত কয়েক দিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১২ শতাধিক। এছাড়া উহান থেকে আসা ব্যক্তিদের মাধ্যমে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে ১২টি দেশে।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়