ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ট্রাম্প আসার আগেই ভেঙে পড়ল প্রবেশের গেট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৭, ২৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রাম্প আসার আগেই ভেঙে পড়ল প্রবেশের গেট

দুদিনের রাষ্ট্রীয় সফরে আজ ভারতে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কিন্তু ট্রাম্পের এই সফরের আগেই বিপত্তি ঘটল আমদাবাদে।

ভারতের আমদাবাদের মোতেরায় নবনির্মিত ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে প্রবেশের অস্থায়ী ভিভিআইপি প্রবেশদ্বার ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।

ওই গেট দিয়েই স্টেডিয়ামে প্রবেশ করার কথা ছিল ট্রাম্প ও নরেন্দ্র মোদির।

আমদাবাদের স্পেশ্যাল পুলিশ কমিশনার অজয় তোমর জানান, ‘কাজ চলাকালীনই ভিভিআইপি এনট্রি গেট ভেঙে পড়ে। এতে কেউ হতাহত হননি। এটা বড় কোনো ঘটনা নয়। গেট দুটি পুনরায় স্থাপন করার কাজ চলছে।’

দুদিনের জন্য ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টকে স্বাগত জানাতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ট্রাম্পের পথে যাতে বাধা হয়ে না দাঁড়ায় সেই কারণে গত সপ্তাহেই গুজরাটের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে কুকুর।

এদিকে মোদির সঙ্গে দেখা করতে আসছেন বলে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছেন ট্রাম্প। স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে ৮১ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। যেখানে নিজেকে বাহুবলী বলে দাবি করেছেন। তার সঙ্গে ঘোড়ায় চেপেছেন স্ত্রী মেলানিয়াও। ট্রাম্পের দুই কাঁধে ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও মেয়ে ইভাঙ্কা ট্রাম্প।

সূত্রঃআনন্দবাজার



ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়