ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ফ্রান্সে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফ্রান্সে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু

মহামারি করোনাভাইরাসে ফ্রান্সে ৫২ হাজার ১২৮ জন আক্রান্ত হয়েছে। তার মধ্যে সোমবারই আক্রান্ত হয়েছে ৭ হাজার ৫৭৮ জন। এদিন দেশটিতে সবচেয়ে বেশি ‍মৃত্যুও হয়েছে। ২৪ ঘণ্টায় সেখানে প্রাণ হারিয়েছে ৪৯৯ জন। যা দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর একদিনে সর্বোচ্চ মৃত্যু।

এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২২ হাজার ৭৫৭ জন। তাদের মধ্যে ৫ হাজার ৫৬৫ জন রয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। এমনটাই জানিয়েছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তা জেরমে সলোমন।

সোমবার ৪৯৯ জন মারা যাওয়ায় দেশটিতে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৫০০ ছাড়িয়েছে (৩ হাজার ৫২৩)। তবে এই মৃত্যুর তালিকায় কেবল তাদেরই অন্তর্ভূক্ত করা হয়েছে যারা হাসপাতালে মৃত্যুবরণ করেছে। বাড়িতে বাড়িতে যারা মারা গেছে সেটা অন্তর্ভূক্ত করা হলে মৃত্যুর সংখ্যা আরো অনেক বাড়বে।

মহামারি করোনাভাইরাস বিশ্বের ২০২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আক্রান্ত করেছে ৮ লাখ ৪৬ হাজার ১৩৯ জনকে। প্রাণ কেড়ে নিয়েছে ৪১ হাজার ৪৭৫ জনের। সেরে উঠেছে ১ লাখ ৭৬ হাজার ৫২০ জন।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়