ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জঙ্গি হামলায় ২ ভারতীয় সেনা কর্মকর্তাসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৫, ৩ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জঙ্গি হামলায় ২ ভারতীয় সেনা কর্মকর্তাসহ নিহত ৫

রোববার উত্তর কাশ্মীরের হান্দওয়ারায় জঙ্গিদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় সেনাবাহিনীর একজন কর্নেল ও মেজরসহ ৫ জন নিহত হয়েছেন। দুই জওয়ানসহ জম্মু-কাশ্মীর পুলিশের সাব-ইন্সপেক্টরও প্রাণ হারিয়েছেন।

জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় জঙ্গিবিরোধী ওই অপারেশনে যাওয়া নিরাপত্তাবাহিনীর আরো ৫ সদস্য নিখোঁজ রয়েছেন। কর্মকর্তারা জানিয়েছে, পুলমাওয়ায় আরেক এনকাউন্টারে দুই অজ্ঞাত জঙ্গির মৃত্যু হয়েছে।

এক পুলিশ কর্মকর্তা জানান, জঙ্গিদের উপস্থিতি জানতে পেরে শুক্রবার উত্তর কাশ্মীরের কুপওয়ারার হান্দওয়ারার চানজমুল্লা এলাকায় অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। কঠোর সামরিক বেষ্টনী তৈরি করে এ অভিযান চলছিল। একদিন পর শনিবার সন্ধ্যায় তাদের উপস্থিতি টের পেয়ে আচমকা জঙ্গিরা গুলিবর্ষণ করে।

কর্মকর্তারা আর বিস্তারিত না জানালেও সেনাবাহিনী সূত্র বলেছেন, পাঁচজন নিরাপত্তাবাহিনীর সদস্য নিখোঁজ রয়েছেন। তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের মধ্যে দুজন কর্মকর্তাও আছেন।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়