ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুকুরের ধাওয়ায় আহত ২০

শাহেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৬, ৮ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুকুরের ধাওয়ায় আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক : চীনে কুকুরের ধাওয়া ও কামড়ে ২০ জন আহত হয়েছে। সম্প্রতি দেশটির গুইঝৌ প্রদেশে এ ঘটনা ঘটেছে।

 

চীনা সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার গুইঝৌ প্রদেশের ওয়েংআন জেলার একটি সড়কে হঠাৎ করে একটি কুকুর লোকজনকে ধাওয়া করে ও কামড়াতে শুরু করে। ২৩ জন লোক কুকুরটির হামলার শিকার হয়। এদের বয়স আট থেকে ৭৫ বছর বয়সের মধ্যে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদের কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে পুলিশকে বিষয়টি জানালে তারা এসে কুকুরটিকে হত্যা করে।

 

পুলিশ কর্মকর্তা কুয়াং ইউইজিয়ান বলেন, ‘খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। কুকুরটিকে যখন আমরা ধরার চেষ্টা করছিলাম, তখন সে আরো কয়েকজনকে কামড় দেয়।’

 

ভিডিও :

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ আগস্ট ২০১৬/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়