ঢাকা     বুধবার   ২২ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৮ ১৪৩১

মালয়েশিয়ায় মসজিদে জামাতের অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ১৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মালয়েশিয়ায় মসজিদে জামাতের অনুমতি

ঈদকে সামনে রেখে মসজিদে জামাতে নামাজ আদায়ের অনুমতি দিয়েছে মালয়েশিয়া। করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমে আসায় শুক্রবার জুমার নামাজ শুরুর মধ্য দিয়ে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বৃহস্পতিবার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।

মালয়েশিয়ায় এ পর্যন্ত ৬ হাজার ৮১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১১২ জনের।

ধর্মমন্ত্রী জুলকিফিলি মোহাম্মদ আল-বাকরি জানান, রাজধানী কুয়ালালামপুরসহ ফেডারেল অঞ্চলগুলোতে জামাতে নামাজের অনুমতি দেওয়া হয়েছে। তবে জামাতে ৩০ জনের বেশি মুসল্লি অংশ নিতে পারবেন না।

বৃহস্পতিবার তিনি বলেছেন, ‘ইসলামে ইবাদত কেবল মসজিদের মধ্যে সীমাবদ্ধ নয়, মুসলমানদের আত্মিক উন্নয়নে এর নিবিড় প্রভাব রয়েছে।’

মন্ত্রী জানান, মালয়েশিয়ার ১২টি রাজ্যে ধর্মীয় ব্যাপারে তাদের নিজস্ব আইন রয়েছে। এ কারণে তারা চাইলে এই সিদ্ধান্ত মানতে পারে কিংবা অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে।

করোনাভাইরাসের কারণে মধ্যমার্চ থেকে মালয়েশিয়ায় মসজিদে জামাতে নামাজ আদায় বন্ধ ছিল। ওই সময় একটি মসজিদে তাবলিগের ইজতেমায় অংশ নেওয়া বিপুল সংখ্যক লোক করোনায় আক্রান্ত হলে সরকার এই পদক্ষেপ নেয়।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়