ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবাকে সমকামী মেয়ের খোলা চিঠি

সনি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ৩১ জানুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাবাকে সমকামী মেয়ের খোলা চিঠি

গিগি চাও

ডেস্ক রিপোর্ট
ঢাকা, ৩১ জানুয়ারি : বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে হংকংয়ের সমকামী মেয়ে গিগি চাওকে নিয়ে।

গিগি চাওয়ের বিত্তশালী বাবা সিসিল চাও দুই দুইবার ঘোষণা দিয়েছিলেন- যে তার মেয়েকে প্রকৃত ভালোবাসা দিতে পারবে, তাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। গত বছরের ঘোষণায় সেই টাকার পরিমাণ ছিল ৫০৫ কোটি। এবার তা দ্বিগুণ করে ১০১০ কোটিতে নিয়ে গেছেন সিসিলি চাও।

আর এসব ঘোষণা কেবল তার সমকামী মেয়েকে ফেরানোর জন্য। অবশ্য বেশ সাড়াও মিলেছে ওই ঘোষণায়। প্রায় ২০ হাজার প্রার্থী আবেদন করেছিলেন গিগিকে পাওয়ার জন্য!

চিঠিতে গিগি যা লেখেন -

“প্রিয় বাবা, আমার সঙ্গিনীকে স্বাভাবিকভাবে গ্রহণ করুন। বিগত ৯ বছর ধরে আমরা প্রেম করছি এবং আপনি জানেন, ২০১২ সালে ফ্রান্সে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই। আমি জানি, আপনার পক্ষে এটা বুঝতে পারা সত্যিই খুব কঠিন যে, আমি কীভাবে একটি নারীর প্রতি কল্পনাপ্রবল হলাম। কিন্তু এটাই সত্যি। আর এটা ব্যাখ্যা করার সাধ্য আমার নেই। তবে এটা খুব শান্তিপূর্ণ ও আলতোভাবেই হয়ে গেছে।

বাবা, আপনি কল্পনাও করতে পারবেন না যে, আমি এখানে কী পরিমাণ সুখে দিন কাটাচ্ছি।”

এখানে পাঠকদের জন্য ইংরেজি চিঠিটিও দেওয়া হলো-

উল্লেখ্য, গত বছর থেকেই আলোচিত এ ঘটনা নিয়ে নানা জল্পনা-কল্পনা। এদিকে ব্রিটিশ মুভি মেকার ব্যারন কোহেন ভাবছেন অন্য কথা। তিনি নাকি গিগির জীবনীর উপর চলচিত্র নির্মাণের ঘোষণাও দিয়েছেন এরই মধ্যে!

 

রাইজিংবিডি / সনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়