ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনায় বসনিয়ান সার্ব যুদ্ধাপরাধীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ১৫ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২০:০২, ১৫ সেপ্টেম্বর ২০২০
করোনায় বসনিয়ান সার্ব যুদ্ধাপরাধীর মৃত্যু

মোমসিলো ক্রাজিনসিক

নেদারল্যান্ডসের হেগে যুগোস্লাভ যুদ্ধাপরাধ ট্রাইবন্যুনালে দোষী সাব্যস্ত এক উর্ধ্বতন বসনিয়ান সার্ব কর্মকর্তা ৭৫ বছর বয়সে করোনাভাইরাসে মারা গেছেন।

বসনিয়ান সার্ব নেতা রাদোভাব কারাজিচের গুরুত্বপূর্ণ সহযোগী মোমসিলো ক্রাজিনসিক ছিলেন শীর্ষস্থানীয় রাজনীতিক। ১৯৯০ এর দশকে বসনিয়া যুদ্ধে জাতিগত নিধনে সক্রিয় ভূমিকা রাখায় তাকে দোষী সাব্যস্ত করে জাতিসংঘের আদালত। ১৯৯২-১৯৯৫ সালের এই যুদ্ধে এক লাখ ১০ হাজার মানুষকে হত্যা করা হয়।

২০০০ সালে গ্রেপ্তার করা হয় ক্রাজিনসিককে। এরপর তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। শাস্তির দুই তৃতীয়াংশ কারাভোগ করার পর ২০১৩ সালে মুক্তি পান সাবেক এই কর্মকর্তা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটিআরএস টেলিভিশন হাসপাতালের বরাত দিয়ে ক্রাজিনসিকের মৃত্যুর খবর নিশ্চিত করে। মুসলিমদের বিরুদ্ধে কঠোর ও সহিংস ভূমিকা পালন করা সাবেক এই কর্মকর্তা বসনিয়ান সার্ব পার্লামেন্টের স্পিকারও ছিলেন।

স্বাস্থ্যের অবনতি হওয়ায় আগস্টের শেষদিকে হাসপাতালে নেওয়া হয় তাকে। দুই সপ্তাহের লড়াই শেষে উত্তরাঞ্চলীয় শহর বানজা লুকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ