ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘মাস্ক ব্যবহার করে লকডাউন এড়ানো সম্ভব’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ১৯ নভেম্বর ২০২০  
‘মাস্ক ব্যবহার করে লকডাউন এড়ানো সম্ভব’

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আঘাত হানছে ইউরোপে। ইতোমধ্যে এই অঞ্চলের কয়েকটি দেশ সংক্রমণ প্রবল এলাকায় লকডাউনের ঘোষণা দিয়েছে। তবে কেবল মাস্ক ব্যবহার করে লকডাউন এড়ানো সম্ভব বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অফিস।

বৃহস্পতিবার সংস্থার ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লুগ বলেছেন, গত সপ্তাহে এই অঞ্চলে ২৯ হাজার মৃত্যু রেকর্ড করা হয়েছিল। যার ফলে কিছু স্বাস্থ্যব্যবস্থায় অতিরিক্ত চাপ পড়ছে। 

আরো পড়ুন:

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ ইউরোপ আবারও মহামারির কেন্দ্র হয়ে গেছে। গুহার শেষ প্রান্তে আলো রয়েছে। তবে এর জন্য ছয় মাস লাগতে পারে।’

ক্লুগ বলেন, ‘লকডাউন এড়ানোযোগ্য। আমার অবস্থান হচ্ছে, লকডাউন সর্বশেষ অবলম্বন। মাস্ক ব্যবহার সর্বরোগের ওষুধ নয়, এর সঙ্গে অন্যান্য ব্যবস্থার সমন্বয় প্রয়োজন। তবে মাস্কের ব্যবহার ৯৫ শতাংশ হলে লকডাউনের প্রয়োজন পড়বে না।’

তবে যেখানে লকডাউন ঘোষণা করা হয়েছে সেখানে দ্রুত এটি অপসারণের ব্যাপারে সতর্ক করেছেন তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা বলেন, ‘লকডাউন নিরাপদে ও ধারাবাহিকভাবে প্রত্যাহার করা উচিত। দ্রুত লকডাউন প্রত্যাহার করলে নেতিবাচক প্রভাব পড়তে পারে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়