ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যুক্তরাষ্ট্রে করোনায় প্রতি মিনিটে ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০২, ১৩ জানুয়ারি ২০২১   আপডেট: ২০:০৬, ১৩ জানুয়ারি ২০২১
যুক্তরাষ্ট্রে করোনায় প্রতি মিনিটে ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে গত দুদিনে করোনাভাইরাসে প্রতি মিনিটে তিন জন মারা গেছে। বুধবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় চার হাজার ৪৭০ জনের মৃত্যু হয়েছে। করোনার প্রাদুর্ভাবের পর দেশটিতে এক দিনে এটি সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগের দিন এই সংখ্যা ছিল চার হাজার ২৮১জন।

অ্যাপল ভ্যালির সেন্ট মেরি হাসপাতালের চিকিৎসক ক্যারি ম্যাকগারি বলেছেন, ‘আমার পুরো কর্মজীবনের মধ্যে এটি অবশ্যই সবচেয়ে কালো অধ্যায়। ব্যক্তিগতভাবে আমি যাদের দেখতাম, যত্ম নিতাম, তাদের ভালোবাসার মানুষগুলোর মৃত্যু দেখছি। এটা অনেক বেশি কঠিন।’

যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্য হচ্ছে ক্যালিফোর্নিয়া। এখানকার হাসপাতালগুলোকে রোগীর অতিরিক্ত চাপ সামাল দিতে হচ্ছে, আইসিইউ বিছানা স্থানান্তর করতে হচ্ছে; স্থান সংকুলানের কারণে বিছানা শিশু বিভাগেও স্থানান্তর করতে হচ্ছে।

যুক্তরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা দুই কোটি ৩৩ লাখ ছাড়িয়েছে। এদের মধ্যে মারা গেছে তিন লাখ ৮৯ হাজার ৭৯০ জন। 


 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়