ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

পাকিস্তানের বিরুদ্ধে অনেক বেশি সামরিক হামলা চালাতে পারেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ১৬ এপ্রিল ২০২১  
পাকিস্তানের বিরুদ্ধে অনেক বেশি সামরিক হামলা চালাতে পারেন মোদি

‘অনুমানভিত্তিক বা সত্যিকারের উস্কানির’ ভিত্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে পাকিস্তানের বিরুদ্ধে অতীতের চেয়ে অনেক বেশি সামরিক হামলা চালাতে পারে ভারত। চলতি সপ্তাহে মার্কিন কংগ্রেসে দেওয়া গোয়েন্দা প্রতিবেদনে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। 

শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইন জানিয়েছে, হুমকি মূল্যায়েণের বার্ষিক প্রতিবেদনটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের দপ্তর। মঙ্গলবার প্রতিবেদনটি কংগ্রেসে পাঠানো হয়। 

প্রতিবেদনে দক্ষিণ এশিয়ায় হুমকি মোকাবিলা বিষয়ে বলা হয়েছে, এই অঞ্চলে উত্তেজনার মাত্রা বাড়ছে। ‘প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারত অনুমানভিত্তিক বা প্রকৃত উস্কানির জবাবে পাকিস্তানের বিরুদ্ধে অতীতের চেয়ে অনেক বেশি সামরিক জবাব দিতে পারে।’

তবে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২১ সালের মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে ‘একটি সাধারণ যুদ্ধ’ হওয়ার সম্ভাবনা কম। তবে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান চক্রের মতো সংকট আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়