ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ইয়াস’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ১৮ মে ২০২১  
আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ইয়াস’

আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইয়াস’। আমফানের মতো শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের জেরে উপকূল ও লাগোয়া এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় । 

২০২০ সালের  ২০ মে পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় আমফান। চলতি বছর ওই তারিখের ছয় দিন পর আঘাত হানতে পারে ‘ইয়াস’।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২০ – ২২ মে’র মধ্যে পূর্বমধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণবর্তা। সাগরে অনুকূল পরিবেশ থাকায় ক্রমশ শক্তি সঞ্চয় করে সেটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে তা বলা সম্ভব ঘূর্ণবর্তা সৃষ্টির পরেই। আগামী ২৬ – ২৭ মে পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানতে পারে ঝড়টি। তবে ঝড়টির ওড়িশা বা বাংলাদেশের দিকে চলে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। ঝড়টি ওড়িশার পারাদ্বীপের কাছে আঘাত হানতে পারে। 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়